পুরুলিয়া, 16 মার্চ : এবার পুরুলিয়ায় কোরোনা আতঙ্ক ৷ কোরোনা আক্রান্ত সন্দেহে পুরুলিয়া সদর হাসপাতালে ভরতি এক ব্যক্তি ৷ আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা হাসপাতাল চত্বরে ৷ তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক এবং সব স্বাস্থ্য কর্মীদের মাস্ক পরার নির্দেশ দিয়েছে ৷ আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ওই ব্যক্তি ৷
পুরুলিয়ায় কোরোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভরতি ব্যক্তি - Purulia
জ্বর, কাশি ও অন্যান্য উপসর্গ নিয়ে পুরুলিয়া সদর হাসপাতালে কোরোনা আক্রান্ত সন্দেহে ভরতি এক ব্যক্তি ৷
জানা গেছে, কর্মসূত্রে বিশাখাপটনমে তিনি শ্রমিকের কাজ করতেন ৷ বৃহস্পতিবার জ্বর, কাশিসহ অন্যান্য উপসর্গ দেখা দেয় তাঁর ৷ বিশাখাপত্তনমে প্রাথমিক চিকিৎসার পর শনিবার পুরুলিয়ায় নিজের গ্রামের বাড়িতে ফিরে আসেন ৷ বাড়িতে ফিরেও তাঁর জ্বর না কমায় পরিবারের সন্দেহ হয় যে তিনি হয়তো কোরোনা আক্রান্ত ৷ এরপরই আজ তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে ভরতি করা হয় ৷ আইসোলেশন ওয়ার্ডে তাঁকে রাখা হয়েছে ৷ তাঁর রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ বিশেষ অসুবিধা হলে তাঁকে অন্যত্র স্থানান্তর করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর ৷
যদিও এ বিষয়ে হাসপাতালের সুপার কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ৷ তবে চিকিৎসক সূত্রে খবর, ওই ব্যক্তি কোরোনা আক্রান্ত কি না তা এখনও পরিষ্কার নয় ৷ তাঁর রক্ত পরীক্ষা করা হয়েছে ৷ উপযুক্ত চিকিৎসা পরিষেবাও দেওয়া হচ্ছে ৷ " হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, সেখানে কোরোনা আক্রান্তদের নমুনা পরীক্ষার কোনও ব্যবস্থা নেই ৷ তবে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 4 শয্যাবিশিষ্ট বিশেষ দু'টি রুমের ব্যবস্থা করা হয়েছে ৷ কোরোনা সন্দেহে কেউ ভরতি হলে তার প্রাথমিক চিকিৎসা সেখানে করা হচ্ছে ৷