পুরুলিয়া, 14 মে : এবার শবর সম্প্রদায়ের জন্য প্রাক দুয়ারে সরকার ৷ বর্তমান সরকারের উন্নয়নের আলোকবৃত্তে তাদের কাছে পৌঁছে দিতে প্রাক দুয়ারে সরকারের শিবির পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে (Duare Sarkar for Sabar Tribe) ।
পুরুলিয়া জেলার অন্যতম প্রান্তিক সম্প্রদায় শবর। এই সম্প্রদায়ের মানুষের মধ্যেও সমস্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুরুলিয়া প্রশাসন ৷ বান্দোয়ান ব্লক প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যেই শবর জনজাতি অধ্যুষিত গ্ৰামগুলিতে শুরু করা হয়েছে প্রাক দুয়ারে সরকার শিবির। আজ শনিবার, বান্দোয়ান ব্লক প্রশাসনের উদ্যোগে কুঁচিয়া গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কুঁচিয়া, গুড়লুবেড়া, আমঝরনা, মিরগিছামি প্রভৃতি এলাকার শবর সম্প্রদায়ের মানুষের জন্য আয়োজিত হয়েছে প্রাক দুয়ারে সরকার শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন বান্দোয়ান ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, ব্লকের অন্যান্য দফতরের আধিকারিকবৃন্দ, সহকর্মীগণ।