পুরুলিয়া, 7 মার্চ: মানুষের মধ্যে ক্রমশই বেড়ে চলেছে মদ্যপানের প্রবণতা ৷ আবার মদ্যপানের কারণে পরিবারের অশান্তিও ঘটনার কথাও শোনা যায় ৷ সেই সঙ্গে আছে নারী নির্যাতনের ঘটনাও ৷ তাই 'যত নষ্টের গোড়া' মদকে এবার নিষিদ্ধ করল পুরুলিয়াবাসী ৷ এবার গ্রামের মানুষই উদ্যোগী হলেন মদ্যপান বন্ধ করতে (Drinking Strictly Prohibited) ৷ গ্রামের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন সিদ্ধান্ত নিয়েছেন গ্রামকে মদ থেকে মুক্ত করার । নির্মল গ্রামের কথা জানা যায় কিন্তু মদ পান করা নিষিদ্ধ শুনেই ভ্রু কুঁচকে দেওয়াল লিখন দেখছেন ওই গ্রামে আসা আত্মীয় স্বজন সকলেই । ঘটনাটি পুরুলিয়ার আড়ষা থানা এলাকার চিতিডি গ্রামের ।
গ্রামের বাসিন্দা কালিচরণ মাহাতো বলেন, "মদের কারণে পারিবারিক কলহ বাড়ছে । তাই গ্রামের মানুষজনকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সরকার তো মদে অবাধ ছাড়পত্র দিয়েছে তাই বাধ্য হয়ে আমরাই এগিয়ে এসেছি ।" প্রায় হাজার পাঁচেক মানুষের বসবাস এই গ্রামে । শিক্ষিতের হার মোটামুটি ভালোই । প্রায় 1400 ভোটার রয়েছেন । রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি অঙ্গনওয়াড়ী কেন্দ্র আছে । পঞ্চায়েতের নির্দল সদস্য যুধিষ্ঠির মাহাতো বলেন, "গ্রামবাসীদের এই উদ্যোগে ওদের প্রতি আমার সমর্থন রয়েছে । "