পুরুলিয়া, 20 জুলাই: চিকিৎসকরা ভগবানের আরেক রূপ, তা আরও একবার প্রমাণ হল পুরুলিয়ায় । সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে, অসম্ভবকে সম্ভব করে ভেঙে যাওয়া মেরুদণ্ড অস্ত্রোপচার করে সফলতা পেলেন পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালের চিকিৎসকেরা (Rare Surgery at Purulia)।
জানা গিয়েছে, পুরুলিয়ার টামনা থানার ভুরষা গ্রামের 35 বছরের যুবক রামনাথ হেমব্রম গাছ থেকে পড়ে যান ৷ এরপর তাঁর শিরদাঁড়ার হাড় ভেঙে যায় । যার ফলে ধীরে ধীরে প্যারালাইসিস হতে থাকে সে এবং তাঁর চলাফেরা একেবারেই বন্ধ হয়ে যায় । অত্যন্ত দরিদ্র পরিবারের ওই যুবকটিকে নিয়ে তারপরেই পুরুলিয়া সদর হাসপাতালে আসেন তাঁর স্ত্রী । চিকিৎসকরা এক্স-রে করে জানান তাঁর মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছে ।
আরও পড়ুন :এক যকৃৎ দুই প্রাণ, এনআরএসে বিরল অস্ত্রোপচারে আলাদা হল যমজ শিশু
চিকিৎসকদের কাছে যুবকটির স্ত্রী সরস্বতী হেমব্রম নিজের পরিবারের আর্থিক দুরাবস্থার কথা জানান । তারপরই পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ কৃষ্ণ প্রসাদ সর্দার ও ডাঃ ফাগুরাম মাঝি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান এই অপারেশন পুরুলিয়া সদর হাসপাতালেই তাঁরা করবেন । তারপরেই দীর্ঘ দুই সপ্তাহ ওই রোগীকে পরিদর্শনে রাখা হয় পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে । পরে ছয় চিকিৎসক ডঃ কুলদীপ মুখোপাধ্যায়, ডঃ ফাগুরাম মাঝি, ডঃ কৃষ্ণ প্রসাদ সর্দার, ডঃ জয়দীপ কর্মকার, ডঃ কুন্তল মালিক ও ডঃ অজিত প্রসাদ মুর্মু ও সহযোগী নার্স ও গ্রুপ ডি স্টাফদের নিয়ে অপারেশন শুরু করেন ।
মেরুদণ্ড অপারেশনে সফলতা পেলেন দেবেন মাহাত হাসপাতালের চিকিৎসকরা আরও পড়ুন :জরায়ু কেটে যমজ সন্তানের জন্ম দিয়ে নজির গড়ল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল
সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসকেরা জানান, অপারেশনের পর ওই রোগী যথেষ্ট সাড়া দিচ্ছে ৷ তাঁর অচল হয়ে যাওয়া শরীর নিজে থেকে অনুভুতি দিতে পারছে । ঘটনায় সকল চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ওই যুবকের স্ত্রী ।