পুরুলিয়া, 27 জুন : পুরুলিয়ার মসীহা ডাক্তার নয়ন মুখোপাধ্যায় ৷ জনদরদী কাজের জন্য এই তকমা পেয়েছেন পুরুলিয়া সদর হাসপাতালের চিকিৎসক ৷ বিভিন্ন গ্রামে গিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করা তাঁর নিত্যকাজের মধ্যে পড়ে ৷ ডাক্তারির পাশাপাশি করোনাকালে অসহায়দের হাতে খাদ্যদ্রব্য তুলে দিয়েছেন ৷ ডাইনি ও ভূতে পাওয়ার মতো গ্রাম্য কুসংস্কারের বিরুদ্ধে লড়াইও জারি রয়েছে তাঁর ৷
গ্রামে গ্রামে বিনে পয়সায় চিকিৎসা, ওষুধপত্র দেওয়া ইত্যাদি তো রয়েছেই ৷ করোনার সময়ে অন্যান্য চিকিৎসকরা যখন সাধারণ পরিষেবাটুকু দিতে ভীত তখন ডাক্তার নয়ন মুখোপাধ্যায় পুরুলিয়া জেলা হাসপাতালে নিজের কাজ সামলে ছুটে বেড়াচ্ছেন পুরুলিয়ার এক গ্রাম থেকে অন্য গ্রামে ৷ যে প্রত্যন্ত অঞ্চলগুলিতে ডাক্তারি পরিষেবা সহজে পাওয়া যায় না সেখানেও মুশকিল আসান হয়ে পৌঁছে যাচ্ছেন তিনি ৷ রাজ্যে কার্যত লকডাউনে বিভিন্ন গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ শিবির করেছেন ৷
প্রায় প্রতিদিনই 60 থেকে 70টি করে রোগী দেখেন ৷ কোনওদিন আবার যতক্ষণ রোগীদের ভিড় থাকে ততক্ষণ দেখে যান ৷ চিকিৎসক নয়ন মুখোপাধ্যায়ের নাম এখন পুরুলিয়ার গ্রামেগঞ্জের মানুষদের মুখে মুখে ফিরছে ৷ কেউ নিজেদের গ্রামে স্বাস্থ্য শিবির করতে চেয়ে সরাসরি যোগাযোগ করছেন ডাক্তারবাবুর সঙ্গে ৷ পুরুষ, মহিলা, শিশু থেকে 100 বছর বয়সী বৃদ্ধাও এসে হাজির হচ্ছেন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ৷ এর পাশাপাশি অসহায় পরিবারগুলিকে আর্থিকভাবে সাহায্য করার চেষ্টাও করেন তিনি ৷