পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোয়ারান্টাইন সেন্টার পরিদর্শন পুরুলিয়ার জেলাশাসকের - covid 19

জেলার কোয়ারান্টাইন সেন্টারগুলি পরিদর্শন করে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার ।

Purulia
পুরুলিয়া

By

Published : Apr 4, 2020, 10:31 PM IST

পুরুলিয়া, 4 এপ্রিল : কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিরা ঠিকমতো সুযোগ সুবিধা পাচ্ছেন কি না তা খতিয়ে দেখতে জেলার কোয়ারান্টাইন সেন্টার পরিদর্শন করলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার। পাশাপাশি তাঁরা যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন সেজন্য সেন্টারগুলিতে বিনোদনের ব্যবস্থাও করেছেন তিনি । ইতিমধ্যেই একাধিক সেন্টারে টিভি লাগানোর কাজ শুরু হয়েছে ।

এবিষয়ে রাহুল মজুমদার বলেন, "জেলায় এখনও পর্যন্ত কোনও কোরোনা আক্রান্তের খোঁজ নেই । ইতিমধ্যে মোট 3 জন ব্যক্তির নমুনা পাঠানো হয়েছিল, তিনটি নমুনাই নেগেটিভ এসেছে । এপর্যন্ত 18 হাজার 553 জন হোম কোয়ারান্টাইনে রয়েছেন । জেলায় মোট 39 টি কোয়ারান্টাইন সেন্টার করা হয়েছে । তার মধ্যে 23 টি ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে । এই 23 টি কোয়ারান্টাইন সেন্টারে এই মুহূর্তে 456 জন রয়েছেন ।"

তিনি আরও বলেন, "কোয়ারান্টাইনে যারা রয়েছেন তাঁরা যাতে মানসিকভাবে বিচ্ছিন্ন না হয়ে পড়েন সেজন্য নিয়মিত কোয়ারান্টাইন সেন্টারগুলি পরিদর্শন করছেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা । প্রতিটি সেন্টারে টিভি লাগানোর কাজও শুরু হয়ে গিয়েছে । পাশাপাশি তাঁদের বোঝানো হচ্ছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই । আমরা সবাই তাঁদের পাশে রয়েছি।"

ABOUT THE AUTHOR

...view details