পুরুলিয়া, 29 অক্টোবর : পুরুলিয়ার মাটির সৃষ্টি প্রকল্পের কাজ চলছে ৷ সেই কাজ পরিদর্শন করলেন জেলাশাসক ও তাঁর বিশেষ দল ৷ গতকাল পুরুলিয়া জেলার আড়ষা ও বলরামপুর ব্লকে পরিদর্শনে গিয়ে মাটির সৃষ্টি প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন জেলাশাসক রাহুল মজুমদার ও তাঁর বিশেষ প্রশাসনিক দল৷
এদিন শুধু প্রকল্পের কাজই খতিয়ে দেখলেন না জেলাশাসক ও তাঁর দল, তার পাশাপাশি এলাকার মানুষেরা পর্যাপ্ত রেশন সামগ্রী এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন কি না তাও খতিয়ে দেখেন ৷ সরাসরি গ্রামবাসীর সঙ্গে জেলাশাসককে কথা বলতেও দেখা গেল ৷ আড়ষা ও বলরামপুর এই দুই ব্লকের কোভিড মোকাবিলা করার বিষয়েও তিনি প্রশাসনিক বৈঠক সারেন ৷
বন্ধ্যা জমিকে উর্বর করে তুলতে এবং বর্তমান কোরোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের হাতে 100 দিনের কাজ তুলে দিতে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয় মাটির সৃষ্টি প্রকল্পের কাজ ৷ এই 100 দিনের কাজ কেমন চলছে, শ্রমিকেরা কাজ পাচ্ছেন কি না, সময়মতো ও ঠিকমতো টাকা পাচ্ছেন কি না এবিষয়ে সরেজমিনে খতিয়ে দেখছেন জেলা প্রশাসনের আধিকারিকরা ৷
দুই ব্লকে পরিদর্শন করার পর রাহুল মজুমদার বলেন, "জেলাজুড়ে মাটির সৃষ্টি প্রকল্পের কাজ সাড়া ফেলেছে ৷ বর্তমান কোরোনা পরিস্থিতিতেও নিজেদের এলাকায় 100 দিনের কাজ পেয়ে খুশি শ্রমিকেরা ৷ দুটি ব্লকেই মাটির সৃষ্টি প্রকল্পের সাইড ঘুরে ঘুরে দেখলাম ৷"
তিনি আরও বলেন, "সবথেকে দৃষ্টি আকর্ষণ করেছে বলরামপুরের গেরুয়া গ্রাম পঞ্চায়েত এলাকা ৷ এই এলাকায় পাহাড়ের নিচে 184 একর বিস্তৃত মাটির সৃষ্টি সাইড খনন করা হয়েছে ৷ একই সঙ্গে ওই দুই ব্লকের বন্ধ্যা জমিতে মাটির সৃষ্টি প্রকল্পের মাধ্যমে সবুজ ফসলও ফলেছে ৷ পাশাপাশি কোরোনা আবহে কীভাবে মোকাবিলা করতে হবে তা নিয়েও প্রশাসনিক বৈঠক করা হয়েছে ৷"