পুরুলিয়া, 17 এপ্রিল : রাজ্য সরকারের নয়া নির্দেশিকা অনুযায়ী মাস্ক পরে রাস্তায় বেরনো বাধ্যতামূলক l তবুও রাজ্য সরকারের নির্দেশিকাকে অগ্রাহ্য করেই এক শ্রেণীর অসচেতন মানুষ নাক-মুখ না ঢেকেই রাস্তায় বেরিয়ে পড়ছেন l জমায়েত করছেন দোকানে দোকানে l তাই এবার সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামলেন খোদ জেলাশাসক রাহুল মজুমদার l রীতিমতো ধমক দিয়ে সচেতন করলেন সাধারণ মানুষ থেকে ওষুধ ব্যবসায়ীদের l মাস্ক পরা বা নাক-মুখ ঢেকে রাস্তায় বেরনোটা যে কতটা জরুরি তাও বোঝালেন শহরবাসীকে l
মাস্ক না পরে রাস্তায়? জেলাশাসকের ধমক পুরুলিয়ায় - করোনা
রাজ্য সরকারের নির্দেশিকা অমান্য করে মাস্ক ছাড়া রাস্তায় বেরনোয় জেলাশাসকের কাছে ধমক খেলেন পুরুলিয়াবসী ।
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লোকডাউন l সাধারণ মানুষ আজ গৃহবন্দী l বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নারাজ অনেকেই l এদিকে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে l মৃত্যু হয়েছে 10 জনের l যদিও পুরুলিয়া জেলায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সন্ধান মেলেনি l তবুও সচেতন রয়েছে জেলা প্রশাসন থেকে স্বাস্থ্য দপ্তর l বারে বারে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে l জেলা জুড়ে চালানো হচ্ছে ট্যাবলো প্রচার l তবুও এক শ্রেণীর মানুষ নাক-মুখ না ঢেকেই রাস্তায় বেরিয়ে পড়ছেন, সামাজিক দূরত্ব না মেনেই কেনাকাটা করছেন l এবার এইসব অসচেতন মানুষকে সচেতন করতে শহরের রাস্তায় নেমে ধমক দিলেন জেলাশাসক রাহুল মজুমদার l ওষুধ ব্যবসায়ীদেরও রাজ্য সরকারের নির্দেশিকা মেনে মাস্ক পরার জন্য ধমক দিয়েই সচেতন করলেন তিনি l
জেলাশাসক রাহুল মজুমদার জানান, "কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলা লক ডাউনে পুরুলিয়া শহরে প্রভাব পড়েছে কি না, সাধারণ মানুষ আজ কতটা সচেতন, সামাজিক দূরত্ব মানছেন কি না, মাস্ক পরে রাস্তায় বেরোচ্ছেন কি না সে বিষয়ে সরেজমিনে খতিয়ে দেখা হল আজ l তাছাড়া সাধারণ মানুষকে সচেতনও করা হল এদিন l সাধারণ মানুষ সচেতন হলে তবেই কোরোনা মোকাবিলায় সফল হওয়া সম্ভব l"