পুরুলিয়া, 21 এপ্রিল : লকডাউনের মধ্যে কেমন আছে শবর সম্প্রদায়ের মানুষ ৷ জানতে পুরুলিয়ার শবর গ্রামগুলি পরিদর্শন করলেন জেলাশাসক রাহুল মজুমদার ও তাঁর বিশেষ দল ৷ আজ পুরুলিয়া এক নম্বর ব্লকের রমাইগড়া, মালডি, আকরবাঁধ-সহ একাধিক শবর গ্রাম পরিদর্শন করেন তিনি ৷ তারা ঠিকমতো সরকারি সাহায্য পাচ্ছে কিনা, জয় বাংলা প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে কিনা, রেশন সামগ্রী বা ICDS কেন্দ্র থেকে খাদ্যদ্রব্য পাচ্ছে কিনা, সমস্ত বিষয় নিয়ে শবরদের সঙ্গে আলোচনাও করেন তিনি ৷ একইসঙ্গে সকলকে সরকারি সাহায্য দান এবং খাদ্যাভাব দূর করার কথাও দেন জেলাশাসক ৷ যে সব পরিবারে খাদ্যাভাব রয়েছে সেই সমস্ত পরিবারের জন্য তালিকা তৈরি করে আজই খাদ্যদ্রব্য পাঠানো হবে বলে আশ্বাস দেন তিনি ৷
পুরুলিয়ার প্রতিটি ব্লকেই কমবেশি বহু শবর পরিবারের বসবাস ৷ এইসব শবর সম্প্রদায়ের মানুষ দিন আনেন, দিন খান ৷ কেউ দিনমজুরের কাজ করেন, কেউ জঙ্গল থেকে পাতা কুড়িয়ে বা ঘাস সংগ্রহ করে পাতা বানান, ঝাড়ু বানান ৷ কেউ আবার অন্যের বাড়িতে কাজ করে দিনযাপন করেন ৷ চাষাবাদ বলতে কিছুই নেই ৷ বর্তমানে লকডাউনের ফলে শবরদের অবস্থা খুবই শোচনীয় ৷ বাড়িতে টাকা মজুত নেই ৷ সরকারের কাছে যে টুকু খাদ্যসামগ্রী পাওয়া যায় তা দিয়ে মাস চালানো কঠিন ৷ বহুবার এই শবর সম্প্রদায়ের জীবনযাত্রা খবরের কাগজে উঠে এলেও এদের অবস্থার পরিবর্তন কিন্তু আজও হয়নি ৷