পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Purulia District Magistrate : মুখ্যমন্ত্রীর নির্দেশে ভূমি সংস্কার দফতরের অফিসে হঠাৎ পরিদর্শনে জেলাশাসক - পুরুলিয়ার খবর

পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে এসে জেলাশাসককে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ব্লক অফিস থেকে সকলে যেন ঠিকঠাক পরিষেবা পান তা দেখার ৷ সেই মতো বৃহস্পতিবার পুরুলিয়া 1 ও 2 নং ব্লকে সারপ্রাইজ ভিজিট করলেন জেলাশাসক রাহুল মজুমদার (Purulia District Magistrate)৷

Purulia District Magistrate
হঠাৎ পরিদর্শনে জেলাশাসক

By

Published : Jun 2, 2022, 9:25 PM IST

পুরুলিয়া, 2 জুন :মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে কড়া নির্দেশিকার পর ব্লকের ভূমি দফতরগুলিতে দালালরাজ রুখতে হঠাৎ হানা দিল জেলা প্রশাসন । বৃহস্পতিবার পুরুলিয়া এক ও দুই নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের পরিদর্শনে গিয়ে দালালরাজ রুখতে কড়া নির্দেশ দেন খোদ জেলাশাসক (District Magistrate Surprise visit to Block Office in Purulia)।

এদিন জেলাশাসক রাহুল মজুমদার প্রথমে এক নম্বর ব্লকের ভূমি দফতরের অফিসে গিয়ে দেখেন জমি মিউটেশন করতে আসা কিছু মানুষ নাজেহাল হচ্ছেন । দালালদের কাছ থেকে জমি মিউটেশন করাতে অনেক টাকা লাগছে যা গরিব সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় ৷ এদিন ভূমি দফতরের আধিকারিকদের সামনে রেখে দালাল রাজের সেই নমুনা তুলে ধরে কড়া বার্তা দিয়ে বলেন, দফতরের অন্দর ও বাহিরে কোনও দালাল রাজ বরদাস্ত করা হবে না । একইভাবে এদিন পুরুলিয়া 2 নম্বর ব্লকের ভূমিদফতরেও যান জেলাশাসক রাহুল মজুমদার ।

পুরুলিয়া ব্লকের ভূমি সংস্কার দফতর অফিসে হঠাৎ পরিদর্শনে জেলাশাসক

দফতরের বাইরে দুটি জেরক্সের দোকানে টাকার বিনিময় জমি মিউটেশনের কাজ করানোর অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে জেরক্স দোকানের মালিকদের সতর্ক করে এই কাজ বন্ধ করার নির্দেশ দেন তিনি । যদিও জমি মিউটেশন করতে আসা বেশ কয়েকজন এদিন অভিযোগ করেন, তার মিউটেশন করে দেওয়ার জন্য ভূমি দফতরের বাইরে দালালরা 10 থেকে 15 হাজার টাকা দাবি করেছে । জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ।

আরও পড়ুন :Mamata Benerjee Advice : 'এত্ত বড় ভুঁড়ি ! পকোড়া খাওয়া কমান', ঝালদা পৌরসভার চেয়ারম্যানকে পরামর্শ মমতার

ABOUT THE AUTHOR

...view details