পুরুলিয়া, 2 জুন :মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে কড়া নির্দেশিকার পর ব্লকের ভূমি দফতরগুলিতে দালালরাজ রুখতে হঠাৎ হানা দিল জেলা প্রশাসন । বৃহস্পতিবার পুরুলিয়া এক ও দুই নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের পরিদর্শনে গিয়ে দালালরাজ রুখতে কড়া নির্দেশ দেন খোদ জেলাশাসক (District Magistrate Surprise visit to Block Office in Purulia)।
এদিন জেলাশাসক রাহুল মজুমদার প্রথমে এক নম্বর ব্লকের ভূমি দফতরের অফিসে গিয়ে দেখেন জমি মিউটেশন করতে আসা কিছু মানুষ নাজেহাল হচ্ছেন । দালালদের কাছ থেকে জমি মিউটেশন করাতে অনেক টাকা লাগছে যা গরিব সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় ৷ এদিন ভূমি দফতরের আধিকারিকদের সামনে রেখে দালাল রাজের সেই নমুনা তুলে ধরে কড়া বার্তা দিয়ে বলেন, দফতরের অন্দর ও বাহিরে কোনও দালাল রাজ বরদাস্ত করা হবে না । একইভাবে এদিন পুরুলিয়া 2 নম্বর ব্লকের ভূমিদফতরেও যান জেলাশাসক রাহুল মজুমদার ।