পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় মাটির সৃষ্টি প্রকল্পের কাজ পরিদর্শনে জেলাশাসক ও বিধায়ক - জেলাশাসক

একশো দিনের কাজ ও মাটির সৃষ্টি প্রকল্পের কাজ পরিদর্শনে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার ৷ জেলার বান্দোয়ান ব্লকের বেশ কয়েকটি এলাকার মাটির সৃষ্টি প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি ৷ এছাড়াও বর্ষাকালে মাছ চাষ ও হাঁস চাষ নিয়েও আলোচনা হয় এদিন ৷

মাটির সৃষ্টি প্রকল্পের কাজ পরিদর্শনে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার ও বিধায়ক রাজীব লোচন সরেন ৷
মাটির সৃষ্টি প্রকল্পের কাজ পরিদর্শনে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার ও বিধায়ক রাজীব লোচন সরেন ৷

By

Published : Jun 16, 2021, 1:59 PM IST

পুরুলিয়া, 16 জুন: বর্ষাকালের বৃষ্টিকে উপেক্ষা করেই একশো দিনের কাজ ও মাটির সৃষ্টি প্রকল্পের কাজ পরিদর্শনে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার ও তাঁর বিশেষ প্রতিনিধি দল ।

এদিন জেলার বান্দোয়ান ব্লকের বেশ কয়েকটি এলাকার মাটির সৃষ্টি প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি । পাশাপাশি এই পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা । এক বছর আগে করোনা পরিস্থিতির মধ্যেই পুরুলিয়া জেলায় শুরু হয় মাটির সৃষ্টি প্রকল্পের কাজ । মাটির সৃষ্টি প্রকল্পের মধ্যে দিয়ে কাজের সুযোগ পান এলাকার মানুষ এবং ভিন রাজ্য ফেরত শ্রমিকরাও ।

এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই পেঁপে, বেগুন, লঙ্কা, লাউ কুমড়ো সহ অন্যান্য সবজির ফলনও বেড়েছে বলে দাবি জেলা প্রশাসনের । এই কাজে শ্রমিকদের উৎসাহ দিতে এবং আগামী দিনে আরও সবজি উৎপাদনের বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিন । পাশাপাশি বর্ষাকালে মাছ চাষ ও হাঁস চাষ নিয়েও আলোচনা করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details