পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ - disrespect of national flag in primary school purulia

জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পুরুলিয়ার রামবনি প্রাথমিক বিদ্যালয়ে । সূর্যাস্তের পরও জাতীয় পতাকা খোলা হয়নি বলে অভিযোগ ৷

disrespect of national flag in primary school purulia
রাত সাড়ে 10টায় প্রাথমিক বিদ্যালয়ে উত্তোলিত জাতীয় পতাকা

By

Published : Jan 27, 2020, 8:37 PM IST

পুরুলিয়া, 27 জানুয়ারি : সূর্যাস্তের পরে কি জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় রাখা যায়? স্বাভাবিক ধারণা হল, সূর্যাস্তের পরে জাতীয় পতাকা নামিয়ে নিতে হয়। ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়াতেও বলা আছে, ঘরের বাইরে পতাকা উত্তোলন করতে হলে, আবহাওয়া যেমনই হোক না কেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তা উত্তোলিত রাখা যাবে। কিন্তু,পুরুলিয়ার কাশীপুর ব্লকের রামবনি প্রাথমিক বিদ্যালয় এই ফ্ল্যাগ কোড মানল না বলে অভিযোগ ৷ গতকাল সাধারণতন্ত্র দিবসে পতাকা উত্তোলিত হয়েছিলরামবনি প্রাথমিক বিদ্যালয়ে ৷ সূর্যাস্তের পরও বিদ্যালয়ের তরফে পতাকা খোলা হয়নি বলে অভিযোগ ৷

ABOUT THE AUTHOR

...view details