পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tapan Kandu Death Anniversary: প্রথম মৃত্যুবার্ষিকীতে তপন কান্দুকে মনে করল ঝালদা - তপন কান্দুর মৃত্যুবার্ষিকী

সোমবার পালিত হল নিহত তপন কান্দুর প্রথম মৃত্যুবার্ষিকী (Tapan Kandu Death Anniversary) ৷ সেই উপলক্ষে ঝালদায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

different arrangements done in Jhalda for first Death Anniversary of Tapan Kandu
স্মরণে তপন কান্দু

By

Published : Mar 13, 2023, 2:29 PM IST

পুরুলিয়া, 13 মার্চ:ঝালদায় আজ 'কালো দিন' ! ঠিক এক বছর আগে, এই দিনটিতেই (13 মার্চ, 2022) দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হয়েছিলেন ঝালদা পৌরসভার অন্যতম কাউন্সিলর তথা এলাকার জনপ্রিয় কংগ্রেস নেতা তপন কান্দু (Tapan Kandu Murder Case) ৷ সেই কারণেই সোমবার (13 মার্চ, 2023) নিহত তপন কান্দুকে শ্রদ্ধা জানাতে সারাদিন ঝালদাজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে (Tapan Kandu Death Anniversary) ৷ এমন দিনে একটিই দাবি জানিয়েছেন নিহত তপন কান্দুর স্ত্রী ৷ তিনি চান দোষীদের কঠোরতম শাস্তি ৷ অন্যদিকে, পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত নিহত তপন কান্দুকে শ্রদ্ধা জানিয়ে বলেন, "রাজনীতির প্রেক্ষাপটে তপন কান্দুর অভাব কোনও দিন পূরণ হবে না ৷"

ঠিক একবছর আগে আজকের দিনেই তপন কান্দুকে খুন করা হয় ৷ সেই ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি ৷ ঘটনার তদন্তে নামে জেলা পুলিশের বিশেষ তদন্তকারী দল ৷ কিন্তু, নিহতের পরিবার সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করে ৷ সেই আবেদন মঞ্জুর করে উচ্চ আদালত ৷ তদন্তভার যায় সিবিআইয়ের হাতে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন মোট সাতজন ৷ এদিকে, এই খুনের ঘটনা ঘিরে বদলে যায় ঝালদার রাজনৈতিক সমীকরণ ৷ 12 আসনের ঝালদা পৌরসভায় বোর্ড গঠন করে কংগ্রেস ৷

তপন কান্দু খুনের তদন্তে নানা সময় এসেছে নানা চাঞ্চল্যকর মোড় ৷ আজ তপন কান্দুর মৃত্যুবার্ষিকীতে সেসব আরও একবার ফিরে দেখা যাক ৷ 2022 সালের 13 মার্চ খুন হন তপন ৷ ঘটনার তদন্তের জন্য রাজ্য় পুলিশের তরফ থেকে 'সিট' গঠন করা হয় ৷ তারা গ্রেফতার করে চারজনকে ৷ পরবর্তীতে, গত বছরের 4 এপ্রিল তপন কান্দু খুনের তদন্তভার সিবিআইকে নেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ এর মাত্র দু'দিনের মাথায় (6 এপ্রিল, 2022) তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ! সেদিনই ঝালদায় এসে সিটের কাছ থেকে তদন্তভার বুঝে নেয় সিবিআই ৷

এরপর সিটের হাতে গ্রেফতার হওয়া অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করেন সিবিআই গোয়েন্দারা ৷ 12 এপ্রিল নিরঞ্জন বৈষ্ণবের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভারও যায় সিবিআইয়ের হাতে ৷ গত বছরের 13 জুন পুরুলিয়া জেলা আদালতে 'সাপ্লিমেন্টারি চার্জশিট' জমা করে সিবিআই ৷ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় 24 অগাস্ট থেকে ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে ৷ এঁরা হলেন দীপক কান্দু, নরেন কান্দু, আশিক খান, কলেবর সিং, সত্যবান পরামাণিক, জাবির আনসারি এবং শশীভূষণ সিং ৷ বর্তমানে এঁরা সকলেই জেল হেফাজতে রয়েছেন ৷

প্রসঙ্গত, গত পৌরসভা নির্বাচনে ঝালদার 12টি আসনের মধ্যে পাঁচটিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস ৷ পাঁচটি ওয়ার্ড যায় কংগ্রেসের হাতে ৷ এছাড়া, বাকি দু'টি ওয়ার্ডে জেতেন দুই নির্দল প্রার্থী ৷ কিন্তু, পৌরবোর্ড গঠনের আগেই খুন হন তপন কান্দু ৷ পরে তাঁর ওয়ার্ডের উপনির্বাচনেও জয়ী হন কংগ্রেস প্রার্থী ৷ দুই নির্দল কাউন্সিলরের সমর্থন নিয়ে ঝালদায় পৌরবোর্ড গঠন করে কংগ্রেস ৷

আরও পড়ুন:ঝালদার কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর খারিজ হাইকোর্টে

কিন্তু, এরপর শুরু হয় নতুন নাটক ৷ ঝালদা পৌরসভা হাতের হাতে ছাড়তে নারাজ ছিল তৃণমূল ৷ তারা যেকোনও উপায়ে ক্ষমতা দখলে রাখতে মরিয়া হয়ে ওঠে ৷ কখনও অনাস্থা পেশ, আবার কখনও প্রশাসক নিয়োগ করে পৌরসভার ক্ষমতা দখল করার চেষ্টা করা হয় ৷ কিন্তু, কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে সেই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় ৷ আদালতের নির্দেশে চলতি বছর নতুন পৌরবোর্ড গঠন করে কংগ্রেস ৷ পৌরপ্রধান হন নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় এবং উপপৌরপ্রধান হন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু ৷

ABOUT THE AUTHOR

...view details