পুরুলিয়া, 13 মার্চ:ঝালদায় আজ 'কালো দিন' ! ঠিক এক বছর আগে, এই দিনটিতেই (13 মার্চ, 2022) দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হয়েছিলেন ঝালদা পৌরসভার অন্যতম কাউন্সিলর তথা এলাকার জনপ্রিয় কংগ্রেস নেতা তপন কান্দু (Tapan Kandu Murder Case) ৷ সেই কারণেই সোমবার (13 মার্চ, 2023) নিহত তপন কান্দুকে শ্রদ্ধা জানাতে সারাদিন ঝালদাজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে (Tapan Kandu Death Anniversary) ৷ এমন দিনে একটিই দাবি জানিয়েছেন নিহত তপন কান্দুর স্ত্রী ৷ তিনি চান দোষীদের কঠোরতম শাস্তি ৷ অন্যদিকে, পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত নিহত তপন কান্দুকে শ্রদ্ধা জানিয়ে বলেন, "রাজনীতির প্রেক্ষাপটে তপন কান্দুর অভাব কোনও দিন পূরণ হবে না ৷"
ঠিক একবছর আগে আজকের দিনেই তপন কান্দুকে খুন করা হয় ৷ সেই ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি ৷ ঘটনার তদন্তে নামে জেলা পুলিশের বিশেষ তদন্তকারী দল ৷ কিন্তু, নিহতের পরিবার সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করে ৷ সেই আবেদন মঞ্জুর করে উচ্চ আদালত ৷ তদন্তভার যায় সিবিআইয়ের হাতে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন মোট সাতজন ৷ এদিকে, এই খুনের ঘটনা ঘিরে বদলে যায় ঝালদার রাজনৈতিক সমীকরণ ৷ 12 আসনের ঝালদা পৌরসভায় বোর্ড গঠন করে কংগ্রেস ৷
তপন কান্দু খুনের তদন্তে নানা সময় এসেছে নানা চাঞ্চল্যকর মোড় ৷ আজ তপন কান্দুর মৃত্যুবার্ষিকীতে সেসব আরও একবার ফিরে দেখা যাক ৷ 2022 সালের 13 মার্চ খুন হন তপন ৷ ঘটনার তদন্তের জন্য রাজ্য় পুলিশের তরফ থেকে 'সিট' গঠন করা হয় ৷ তারা গ্রেফতার করে চারজনকে ৷ পরবর্তীতে, গত বছরের 4 এপ্রিল তপন কান্দু খুনের তদন্তভার সিবিআইকে নেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ এর মাত্র দু'দিনের মাথায় (6 এপ্রিল, 2022) তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ! সেদিনই ঝালদায় এসে সিটের কাছ থেকে তদন্তভার বুঝে নেয় সিবিআই ৷