পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kara Lodai: প্রাণের মায়া উপেক্ষা করেই পুরুলিয়ায় চলছে কাড়া লড়াই, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের

মানভূম সংস্কৃতির প্রাচীন এবং প্রিয় উৎসব এই কাড়া লড়াই । এই খেলায় দুই কাড়া অর্থাৎ মহিষকে মুখোমুখি লড়াইয়ে নামানো হয় । আজও এই উৎসব এতটাই জনপ্রিয় যে, মাঠের ধারে যুতসই জায়গা না পেলে, গাছের মগডালে উঠেও লড়াই দেখতে আসেন সাধারণ মানুষ ।

despite loss of life no stopping of kara lodai in purulia
ভ্রূক্ষেপ নেই প্রশাসনের

By

Published : Oct 17, 2021, 9:01 PM IST

বেলকুঁড়ি, 17 অক্টোবর : মারণ খেলায় প্রাণ গিয়েছে আগেই । তা সত্ত্বেও হিড়িকে খামতি নেই । প্রাণের মায়া উপেক্ষা করেই পুরুলিয়ায় চলছে কাড়া লড়াই । অথচ প্রকাশ্য মাঠে, শয়ে শয়ে লোক নিয়ে ভয়ঙ্কর এই লড়াইয়ের আয়োজন হলেও, এ ব্যাপারে কোনও হেলদোল নেই স্থানীয় প্রশাসনের ।

মানভূম সংস্কৃতির প্রাচীন এবং প্রিয় উৎসব এই কাড়া লড়াই । এই খেলায় দুই কাড়া অর্থাৎ মহিষকে মুখোমুখি লড়াইয়ে নামানো হয় । আজও এই উৎসব এতটাই জনপ্রিয় যে, মাঠের ধারে যুতসই জায়গা না পেলে, গাছের মগডালে উঠেও লড়াই দেখতে আসেন সাধারণ মানুষ ।

আরও পড়ুন: Babul Supriyo : মঙ্গলবার থেকে আর আসানসোলের বিজেপি সাংসদ নন, ইস্তফা দিচ্ছেন বাবুল

এক ঝুঁকি নিয়ে যে উৎসব দেখতে আসা, তাতে মাঝেমধ্যেই বিপদ ঘটে যায় । লড়াই ছেড়ে খোলা মাঠে জড়ো হওয়া শয়ে শয়ে মানুষের দিকে তেড়ে যায় মহিষযোদ্ধারা । গত 11 অক্টোবর ঠিক এমনই ঘটে যায় বরাবাজার থানার অন্তর্গত জিলিংয়ে । মহিষযোদ্ধা গুঁতো মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় চিন্টু মোদক (42) নামে এক ব্যক্তির । তিনি আদতে পড়শি রাজ্য ঝাড়খণ্ডের কমলপুর থানার অন্তর্গত দাদুন্ডির বাসিন্দা ছিলেন ৷

প্রাণের মায়া উপেক্ষা করেই পুরুলিয়ায় চলছে কাড়া লড়াই

এই মৃত্যুর খবর গত সপ্তাহে ইটিভি ভারতই তুলে এনেছিল ৷ তার পর এক সপ্তাহও কাটেনি, রবিবার সকালে ফের পুরুলিয়া মফস্বঃল থানার অন্তর্গত বেলকুঁড়িতে কাড়া লড়াই অনুষ্ঠিত হয়ে গেল ৷ এ নিয়ে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় ৷ তিনি ফোন ধরেননি ৷

আরও পড়ুন: Asansol Murder : মদের আসরে বিবাদ, দুই শ্যালককে খুনে অভিযুক্ত জামাই

ABOUT THE AUTHOR

...view details