পুরুলিয়া, 1 জুলাই:শুক্রবার দুপুরের রাজ্যের দুই জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের ৷ পুরুলিয়া জেলায় বজ্রপাতে 3 জন মহিলার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে ৷ এছাড়াও 1 কিশোরী-সহ 4 জন মহিলা গুরুতর আহত হয়েছেন ৷ বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। একই সঙ্গে দিঘায় সমুদ্রে স্নান করার সময় মৃত্যু হয়েছে দুই পর্যটকের (Death Due to Lighting)।
এদিন দুপুরে বরাবাজার থানার টকরিয়া মোড়ে বাস ধরতে আসার সময় হঠাৎই বজ্রপাত হয় ৷ তাতে মৃত্যু হয় 1 জনের এবং আহত হন 2 জন। মৃত মহিলার নাম মঙ্গলি মুর্মু (62) এবং আহত দুই মহিলার নাম ভারতী টুডু (52), সুন্দরী সরেন (55) । আহত দু'জন মহিলা বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। এদের সকলেরই বাড়ি বরাবাজার থানার কুটনি গ্রামে।
অন্যদিকে, আড়ষা থানায় বলিয়া গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় চন্দনা মাহাতো (55) নামে এক মহিলার ৷ পাশাপাশি কোটশিলা থানার চাতরানি গ্রামে পুকুরে স্নান সেরে ফেরার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় হীরা কুমার (35) নামে এক মহিলার ।