পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ration Dealer: টুইটে গ্রাহকের দুর্নীতির অভিযোগ, সাসপেন্ড রেশন ডিলার - রেশন ডিলার

রেশনের পর্যাপ্ত সামগ্রী পাননি ৷ এই নিয়ে টুইট করছিলেন এক গ্রাহক ৷ তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে সাসপেন্ড করা হল অভিযুক্ত রেশন ডিলারকে (Ration Dealer suspended) ৷

Ration Dealer
Ration Dealer

By

Published : Nov 24, 2022, 9:48 PM IST

Updated : Nov 24, 2022, 10:27 PM IST

পুরুলিয়া, 24 নভেম্বর: গ্রাহককে বরাদ্দের চেয়ে অর্ধেক রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ ডিলারের (Ration Dealer) বিরুদ্ধে । এই ঘটনার কথা জানিয়ে খাদ্য দফতরে টুইট (Tweet) করতেই তড়িঘড়ি ব্যবস্থা নিল তারা । সাসপেন্ড করা হল অভিযুক্ত রেশন ডিলারকে ।

পুরুলিয়া শহরের হাটেরমোড়ের রেশন ডিলার দুর্গাশঙ্কর দাসের কাছে গত শুক্রবার বসন্ত খেড়িয়ার মা প্রাপ্ত রেশন সামগ্রী নিতে গেলে 10 কেজি চাল দেওয়া হয় । কিন্তু গ্রাহক বসন্ত খেড়িয়া এসএমএস-এর মাধ্যমে জানতে পারেন তাঁদের নামে 20 কেজি চাল বরাদ্দ রয়েছে । এরপরই বিষয়টি নিয়ে ওই ডিলারের সঙ্গে যোগাযোগ করলে ডিলার কোন সদুত্তর দেননি (Allegations of ration corruption) ।

ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগকে টুইটে করে পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন ওই গ্রাহক । তিনি অভিযোগ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক দফতর, খাদ্য দফতর-সহ বিভিন্ন জায়গায় । এরপরই নড়েচড়ে বসে খাদ্য দফতর । অভিযোগকারীকে অফিসে ডেকে পাঠিয়ে সমস্ত অভিযোগ শোনেন তারা ৷

রেশন দুর্নীতির অভিযোগে ট্যুইট করতেই সাসপেন্ড ডিলার

আরও পড়ুন:মহাগুরুর মাঠেই পালটা জনসভার সিদ্ধান্ত তৃণমূলের

এরপর অভিযুক্ত রেশন ডিলার দুর্গাশঙ্কর দাসের প্রাথমিকভাবে ডিলারশিপ লাইসেন্স বাতিল করেন । পাশাপাশি তাঁর কাছে মজুত থাকা সমস্ত রেশন সামগ্রী অন্য ডিলারের কাছে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয় খাদ্য দফতরের পক্ষ থেকে । অন্যদিকে, সোশ্যাল মিডিয়াতে অভিযোগ জানানোর পরই দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন অভিযোগকারী গ্রাহক বসন্ত খেড়িয়া ।

Last Updated : Nov 24, 2022, 10:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details