পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় CPI(M) কার্যালয় "পুনরুদ্ধার" BJP-র - umapada bauri

2016 সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল দখল করেছিল CPI(M)-র কার্যালয় । আজ BJP-র সহায়তায় তা পুনরুদ্ধার করল CPI(M) নেতৃত্ব ।

পুরুলিয়ায় CPI(M)-র কার্যালয় উদ্ধার

By

Published : May 26, 2019, 9:22 PM IST

পুরুলিয়া, 26 মে : 2016 সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল দখল করেছিল CPI(M)-র কার্যালয় । সেই কার্যালয়টিই আজ BJP কর্মীদের সহায়তায় পুনরুদ্ধার করলেন CPI(M)-র নেতারা । ঘটনাটি পুরুলিয়ার উদয়পুর গ্রামের ।

কার্যালয়টি উদ্ধার করতে যান CPI(M)-র জেলা সম্পাদক দীননাথ লোধা, জেলা কমিটির সদস্য সুব্রত বন্দ্যোপাধ্যায়, সুশীল মাহাতসহ দলের অন্যান্য কর্মীরা । দীননাথবাবু বলেন, "2016 সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল আমাদের কর্মীদের উপর আক্রমণ করে । তারপর উদয়পুর গ্রামে অবস্থিত কার্যালয়টি দখল করে নিয়েছিল । আজ এলাকার মানুষের সহযোগিতায় পুনরুদ্ধার করা হয় দলীয় কার্যালয়টি ।" শুধু পুরুলিয়া নয়, গোপীবল্লভপুরসহ রাজ্য়ের বেশ কিছু জায়গায় BJP-র সাহায্য নিয়ে বামেদের কার্যালয় দখলমুক্ত করা হচ্ছে ।

ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক উমাপদ বাউরি বলেন, "এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পুরুলিয়াসহ অন্যান্য স্থানে বামেদের সঙ্গে BJP-র গোপন আঁতাত হয়েছিল । তৃণমূল কোনও দিনই জোর করে CPI(M)-র কার্যালয় দখল করেনি । CPI(M) কর্মীরাই তৃণমূলে যোগ দিয়ে ওই কার্যালয়টিকে তৃণমূলের কার্যালয় করেছিল ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details