পুরুলিয়া, 7 জানুয়ারি :গোটা রাজ্য়ে ইতিমধ্য়েই 15 হাজার ছাড়িয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ একইভাবে কোভিড বাড়ছে পুরুলিয়াতেও । জেলাতে শেষ 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্য়া সাড়ে পাঁচশো ছাড়িয়েছে যা তার আগের দিন ছিল 338 (Number of Covid cases crosses 550 in Purulia) । শুধুমাত্র পুরুলিয়া পৌরসভা এলাকাতেই আক্রান্ত হয়েছেন 95 জন । বিশেষত জেলার স্বাস্থ্য আধিকারিকের মৃত্যুর পর মানুষের মধ্য়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আতঙ্ক ।
করোনা আক্রান্তের এই তালিকায় নতুন সংযোজন পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় । শুক্রবার সকালেই ফেসবুক পোস্টের মাধ্যমে একথা জানান তিনি ৷ একইসঙ্গে এই কদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদেরও করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি ৷ ইতিমধ্যেই সমস্ত সরকারি অফিসে বিনা মাস্কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ৷ একাধিক অফিসার করোনা আক্রান্ত হওয়ায় পৌরসভার তরফে বৃহস্পতিবার স্যানেটাইজ করা হয় পুরুলিয়া সদর থানা ।