পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জঙ্গলে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার - যুগল

পুরুলিয়ার জঙ্গলে যুগলের দেহ উদ্ধার৷ বুধবার দুপুরে পিঁড়রা অঞ্চলের জামবাইদ এলাকার জঙ্গলে যুগলের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে৷ ঘটনার তদন্ত চলছে৷

Wb_prl_02_11feb_body_recover_7204369
জঙ্গলে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

By

Published : Feb 11, 2021, 9:49 PM IST

পুরুলিয়া, 11 ফেব্রুয়ারি: জঙ্গল থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য৷ বৃহস্পতিবার পুরুলিয়া মফস্বল থানার পিঁড়রা অঞ্চলের জামবাইদ এলাকার জঙ্গল থেকে ওই যুগলের দেহ মেলে৷

স্থানীয় সূত্রে খবর, মৃত যুগলের নাম প্রমোদ মাহাত (19) এবং রূপা পরামাণিক (18)। দু’জনেরই বাড়ি টামনা থানার পিঁড়রা গ্রামে। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায়৷

আরও পড়ুন:বেহালায় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পুলিশের

বুধবার দুপুরে পিঁড়রা অঞ্চলের জামবাইদ এলাকার জঙ্গলে যুগলের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী। তাঁরা খবর দেন সিভিক ভলান্টিয়ারকে। পরে স্থানীয় থানায় খবর এলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে৷ খবর দেওয়া হয় মৃতদের বাড়িতে । ঘটনার তদন্ত চলছে৷

ABOUT THE AUTHOR

...view details