পুরুলিয়া, 29 ডিসেম্বর : রাস্তার পাশে একটি দেওয়ালের গায়ে আগুন পোহাচ্ছিলেন এক দম্পতি ৷ এমন সময় রাস্তা থেকে এক হাত নেমে ওই দেওয়ালে ধাক্কা মারে মারুতি ভ্যানটি ৷ গাড়ির ধাক্কায় দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই দম্পতির ৷ পুরুলিয়ার ঝালদা থানার বানসা গ্রামের ঘটনা ৷ মৃত ওই দম্পতির নাম জুরেন মাহাত (50) ও তাঁর স্ত্রী লক্ষীমণি মাহাত (40) । উভয়েই ওই গ্রামের বাসিন্দা ৷
দুর্ঘটনার পরই ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা । বেশ কিছুক্ষণ চলে অবরোধ ৷ অবশেষে ঝালদা থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় । দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে ৷