পুরুলিয়া, 25 এপ্রিল: একই গাছে ঝুলছে যুগলের দেহ ৷ এই ঘটনায় মঙ্গলবার পুরুলিয়া মফস্বল থানার চিরুমাচা গ্রামে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । আজ ভোরে গ্রামের অদূরে ওড়নার ফাঁসে যুবক-যুবতীকে ঝুলতে দেখা যায় । তাদের ওই ভাবে ঝুলতে দেখে স্থানীয় গ্রামবাসীরা পুলিশে খবর দেন । পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুগলের নাম জিয়ারুল আনসারি (22) ও জাবেরুন খাতুন (19)। তাদের দু'জনেরই বাড়ি চিরুমাচা গ্রামে । এদিন দেহ দুটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে । তবে কীভাবে ওই যুগলের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রেমঘটিত কারণেই এমন ঘটনা ঘটে থাকতে পারে ।তদন্ত শুরু করেছে পুলিশ । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে ৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ । এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই গ্রামে । ঘটনায় হতবাক পুরো গ্রাম ।