পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jhalda Councilor Murder Case: ঝালদায় কাউন্সিলর খুনের ঘটনায় তদন্তে ফরেনসিক দল - ঝালদার কাউন্সিলর খুনে তদন্তে ফরেন্সিক দল

ঝালদার কাউন্সিলর খুনে তদন্তে নামল ফরেনসিক দল (Forensic team in Jhalda) ৷ ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে ব্যারিকেড দিয়ে, মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ার ৷

forensic team in jhalda
তদন্তে ফরেন্সিক দল

By

Published : Mar 20, 2022, 6:22 PM IST

পুরুলিয়া, 20 মার্চ: ঝালদায় কাউন্সিলর খুনে তদন্ত করতে পুরুলিয়ায় পৌঁছল ফরেনসিক দল (Forensic team in Jhalda), পুলিশের একটি সূত্র থেকে এমনটাই জানা গয়েছে। সূত্রের খবর, কলকাতার বেলগাছিয়া স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাব থেকে 2টি টিম পুরুলিয়ায় এসেছে। ব্যালিস্টিক ও বায়োলজি এক্সপার্ট রয়েছেন এই টিমে।

আরও পড়ুন :Road Block in Durgapur : ঝালদায় কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে পথ অবরোধ কংগ্রেসের

ঝালদা-বাঘমুন্ডি সড়কের গোকুলনগর এলাকার যে স্থানে ঘটনাটি ঘটেছে, সেই জায়গাটি ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ার। এর ধারেকাছে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। গোটা ঘটনার তদন্ত করছে সিট। এখানে ফরেনসিক দল এসে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ব্যবহৃত গুলির খোল এবং ম্যাগাজিন পরীক্ষা করতে পারে বলে জানা গিয়েছে। এই পিস্তলটি দেশি না বিদেশি তা জানা সম্ভব হবে পরীক্ষার পরই।

অন্যদিকে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন নিয়েও তথ্য নেবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এজন্য তাঁরা ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সিট তদন্ত চালালেও ঝালদায় নিহত কাউন্সিলর তপন কান্দুর পরিবার এখনও অনড় রয়েছে সিবিআই তদন্তের দাবিতে ৷

ABOUT THE AUTHOR

...view details