পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছৌ নাচের মাধ্যমে কোরোনা সচেতনতার বার্তা সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের - purulia

কোরোনা মোকাবিলায় মানুষের কী কী করণীয় তা বিস্তারিত তুলে ধরা হয়েছে ছৌ নাচের মাধ্যমে । লকডাউন মেনে বাড়িতে থাকা, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজ়ার ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করা প্রভৃতি বিষয়ে সচেতন করা হয় ছৌ নাচের মধ্য দিয়ে ।

chhau dance
ছৌ নাচ

By

Published : Apr 21, 2020, 1:07 PM IST

Updated : Apr 21, 2020, 4:56 PM IST

পুরুলিয়া, 21 এপ্রিল : এবার ছৌ নাচের মাধ্যমে কোরোনা সচেতনতার প্রচারে এগিয়ে এল পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় । ছৌ নাচের ভিডিয়ো তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করে সাধারণ মানুষকে কোরোনা সচেতনতার বার্তা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। ছৌ বিভাগের ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয় চত্বরের চার দেওয়ালের মধ্যে ছৌ নাচ প্রদর্শন করেন । তা ভিডিয়ো করে সোশাল মিডিয়ায় আপলোড করা হয় ।

13 মিনিট 48 সেকেন্ডের ওই ভিডিয়োটিতে কোরোনা মোকাবিলায় মানুষের কী কী করণীয় তা বিস্তারিত তুলে ধরা হয়েছে। লকডাউন মেনে বাড়িতে থাকা, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজ়ার ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করা প্রভৃতি বিষয়ে সচেতন করা হয় ছৌ নাচের মধ্য দিয়ে । ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ।

কোরোনা সচেতনতায় ছৌ নাচ....

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার করা জানান, "ছৌ বিভাগের ছাত্র-ছাত্রীরা নিজেরাই আমার কাছে প্রস্তাব নিয়ে আসেন । কিন্তু এই লকডাউনে বাইরে ছৌ নাচ প্রদর্শন করলে জমায়েত হবে । তাই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ছৌ নাচ প্রদর্শন করে তা সোশাল মিডিয়ায় দিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয় । কারণ লকডাউনের এই সময়ে সকলেই বাড়িতে রয়েছেন । বাড়িতে বসে প্রায় সকলেই সোশাল মিডিয়ায় বেশি যুক্ত থাকেন । তাই সোশাল মিডিয়াকে হাতিয়ার করে ছৌ নাচের মাধ্যমে মানুষকে সচেতন করা হয়েছে ।"

সিধো, কানহো, বীরসা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ...

বেশ কিছু ছৌ নাচের আখড়ার তরফ থেকেও কোরোনা সচেতনতার উদ্দেশ্যে বিশেষ ভিডিয়ো বানানো হয়েছে ৷ এবং প্রত্যন্ত গ্রামে তা দেখিয়ে প্রচার করা হচ্ছে ৷

Last Updated : Apr 21, 2020, 4:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details