পুরুলিয়া, 21 এপ্রিল : এবার ছৌ নাচের মাধ্যমে কোরোনা সচেতনতার প্রচারে এগিয়ে এল পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় । ছৌ নাচের ভিডিয়ো তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করে সাধারণ মানুষকে কোরোনা সচেতনতার বার্তা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। ছৌ বিভাগের ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয় চত্বরের চার দেওয়ালের মধ্যে ছৌ নাচ প্রদর্শন করেন । তা ভিডিয়ো করে সোশাল মিডিয়ায় আপলোড করা হয় ।
13 মিনিট 48 সেকেন্ডের ওই ভিডিয়োটিতে কোরোনা মোকাবিলায় মানুষের কী কী করণীয় তা বিস্তারিত তুলে ধরা হয়েছে। লকডাউন মেনে বাড়িতে থাকা, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজ়ার ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করা প্রভৃতি বিষয়ে সচেতন করা হয় ছৌ নাচের মধ্য দিয়ে । ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ।