পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় নতুন করে কোরোনায় আক্রান্ত 3 - purulia covid 19

পুরুলিয়া জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 114 । এদের মধ্যে 94 জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন । বাকি 20 জনের চিকিৎসা চলছে ।

purulia
পুরুলিয়া

By

Published : Jul 15, 2020, 7:10 AM IST

পুরুলিয়া, 15 জুলাই : পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত আরও তিন । আক্রান্তরা পরিযায়ী শ্রমিক । তিনজনই জেলার রঘুনাথপুর দুই নম্বর ব্লকের বাসিন্দা । ওই এলাকাকে কনটেইনমেইন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন ।

পুরুলিয়া জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 114 । এদের মধ্যে 94 জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন । বাকি 20 জনের চিকিৎসা চলছে । জেলা প্রশাসন সূত্রে খবর, নতুন করে 324 জনের লালরসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে । এখনও পর্যন্ত পুরুলিয়ায় মোট 17 হাজার 780 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । যার মধ্যে 16 হাজার 729 জনের নেগেটিভ রিপোর্ট । বাকিদের রিপোর্ট এখনও জেলা প্রশাসনের হাতে এসে পৌঁছায়নি। কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন 91 জন । হোম কোয়ারানটিনে 4447 জনকে রাখা হয়েছে।

সংক্রমণ রুখতে জেলা প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ । বাইরে বেরোলে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে । এছাড়াও কনটেইনমেন্ট জ়োনগুলিতে বিকাল 5 টার পর লকডাউন জারি করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details