কলকাতা, 17 ডিসেম্বর: পুরুলিয়া জেলা কংগ্রেস (Congress) সভাপতি নেপাল মাহাতোর (Nepal Mahato) নেতৃত্বে পঞ্চায়েতের ঘুঁটি সাজাতে চায় প্রদেশ কংগ্রেস । তাঁর তত্ত্বাবধানেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) যাবতীয় কাজ সম্পন্ন করতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhry) । নেপাল মাহাতোকে চেয়ারম্যান করে 10 সদস্যের নির্বাচনী কমিটি গঠন করেছেন তিনি ।
পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই থেকে প্রচার, মিটিং, মিছিলের আয়োজন করা হবে বলেই প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধান ভবন সূত্রে খবর পাওয়া গিয়েছে । ওই সূত্র আরও জানাচ্ছে যে এই বিশেষ কমিটির বিষয়ে জেলা সভাপতিদের চিঠি দিয়ে জানিয়েও দিয়েছেন অধীররঞ্জন চৌধুরী । চিঠিতে তিনি জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশন যেকোনও দিন ভোট ঘোষণা করতে পারে । তার জন্য সার্বিকভাবে প্রস্তুতি শুরু করে দিতে হবে । সূত্রের দাবি, 28 তারিখ প্রদেশ কংগ্রেসের ভারত জড়ো যাত্রার আগে এই কমিটি গঠন করাটাও গুরুত্বপূর্ণ । কারণ, ভারত জড়ো যাত্রার মাধ্যমে বাড়তি জনসংযোগ হয়ে যাবে ।
কিন্তু চেয়ারম্যান পদে হঠাৎ কেন নেপাল মাহাতোকে বেছে নিলেন অধীর চৌধুরী ?