পুরুলিয়া, 17 মে : ঝালদা পুরনো থানায় আগুন লাগার ঘটনায় অভিযুক্ত ঝালদা পৌরসভার 9 নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল (Biplob Kayal) ৷ মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে আত্মসমর্পণ করেন তিনি । বিপ্লব কয়ালের 31 মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । মঙ্গলবার জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো, বিপ্লব কয়াল ও কংগ্রেস দলের সমর্থকরা এদিন জেলা আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের এজলাসে উপস্থিত হন ।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসের 11 তারিখে পুরনো ঝালদা থানায় আগুন লাগে । থানা চত্তরে থাকা প্রায় 40টি বাজেয়াপ্ত করা মোটর সাইকেল আগুনে ভস্মীভূত হয়ে যায় । পুলিশের অভিযোগ, আগুন লাগার কয়েক মিনিট আগে থানার পাস দিয়ে অন্নপূর্ণার শোভা যাত্রা যায় ৷ সেই শোভাযাত্রায় বাজি ফাটানো থেকেই থানায় আগুন লাগে ৷ ঘটনায় পুলিশ মামলা রুজু করে । সেই মামলায় কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল-সহ 100 থেকে 150 জনের নাম থাকে । মূল অভিযুক্ত করা হয় কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়ালকে । ঘটনার পর থেকেই তিনি গা ঢাকা দেন । পরে বিপ্লব কয়াল জেলা ও হাইকোর্টে অগ্রিম জামিনের জন্য আবেদন করেন । জামিন না মেলায় মঙ্গলবার জেলা আদলতে আত্মসমর্পণ করেন তিনি ।