পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Congress Councillor Shot Dead : ঝালদায় গুলিবিদ্ধ কংগ্রেস কাউন্সিলরের মৃত্যু, এলাকায় উত্তেজনা

কংগ্রেস কাউন্সিলরকে লক্ষ্য করে চলল গুলি ৷ হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হল না ৷ মারা গেলেন কংগ্রেস কাউন্সিলর ৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ঝালদায় ৷ ঘটনার তদন্তে পুলিশ ৷

Shoot Out at Jhalda
ঝালদায় গুলিবিদ্ধ কংগ্রেস কাউন্সিলর

By

Published : Mar 13, 2022, 7:33 PM IST

Updated : Mar 13, 2022, 8:55 PM IST

ঝালদা, 13 মার্চ :মারা গেলেন গুলিবিদ্ধ পুরুলিয়ার ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Congress Councillor Shot dead in Jhalda) ৷ রবিবার বিকেলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ঝালদায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত তপনবাবুকে উদ্ধার করে ঝাড়খণ্ডের রাঁচিতে বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ঝালদা থানার পুলিশ ৷ ভর্তি করার কিছুক্ষণ পরই মৃত্যু হয় তপনবাবুর ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলি এবং বন্দুকের ম্যাগাজিন ।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত পৌরভোটে এই ঝালদা ত্রিশঙ্কু হয়েছে ৷ কংগ্রেস ও তৃণমূল সমসংখ্যক আসন পাওয়ায় বোর্ড গড়ার চাবিকাঠি নির্দলদের হাতে ৷ এই পরিস্থিতিতে কংগ্রেস কাউন্সিলরের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায় ৷ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো গেল না ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে ঝালদা শহরের অদূরে ফাঁকা রাস্তায় একদল দুষ্কৃতী বাইকে এসে তপনবাবুকে লক্ষ্য করে গুলি ছোড়ে । মাথায় গুলি লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন কংগ্রেস কাউন্সিলর ৷ খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে রাঁচি হাসপাতালে নিয়ে যায় এরপর জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো গুলিবিদ্ধ কংগ্রেস কাউন্সিলরের মৃত্যুর খবর জানান । তাঁর অভিযোগ, "এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক চক্রান্ত । এই ঘটনায় মঙ্গলবার জেলা জুড়ে বনধ ডাকা হয়েছে ৷ ঘটনায় শাসকদলের দিকে আঙুল তুলছে পুরুলিয়া জেলা কংগ্রেস নেতৃত্ব ৷ তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, "খুবই দুঃখজনক ঘটনা ৷ তৃণমূল কংগ্রেস কখনও এরকম কাজ করে না ৷ পুলিশ প্রশাসনকে বলব দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে ৷"

এই ঘটনায় বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর অভিযোগ, "পুলিশে মদতে এই ধরনের ঘটনা ঘটেছে ।" কে বা কারা গুলি করেছে, গুলির করার পিছনে কারণই বা কী এইসব প্রশ্নের উত্তর জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন :Usthi TMC Youth Leader Death : উস্থিতে গুলিবিদ্ধ তৃণমূল যুবনেতার মৃত্যু, গ্রেফতার সাত

Last Updated : Mar 13, 2022, 8:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details