পুরুলিয়া, 30 জুন:পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকে ভেঙ্গে পড়েছে শিক্ষা ব্যবস্থা । কারণ উৎসশ্রী প্রকল্পে অনেক শিক্ষক চলে যাওয়ায় বেশকিছু বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের শিক্ষক সংকট দেখা দিয়েছে (Teacher crisis in Baghmundi Schools) । এমনই অভিযোগ কংগ্রেসের ৷ এর প্রতিবাদে আগামী 4 জুলাই বাঘমুন্ডি বনধের ডাক দিয়েছে কংগ্রেস (Congress Calls for Strike in Baghmundi) ।
এই বিষয়ে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, "সমগ্র পুরুলিয়া জেলায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, তবে সবচেয়ে বেশি শোচনীয় দশা বাঘমুন্ডি ব্লক এলাকায় । আজ ব্লকে স্মারকলিপি প্রদান করতে গিয়ে স্কুলগুলির শোচনীয় অবস্থার কথা আমি জানতে পারি । বাঘমুন্ডির একটা স্কুল শিক্ষক শূন্য হয়ে গিয়েছে এবং আরও তিনটি স্কুল শিক্ষক শূন্য হওয়ার পথে । যে স্কুলগুলিতে বিষয়ের একজন মাত্র শিক্ষক ছিলেন তাঁদের কীভাবে বদলি করা হল ? শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের তরফে এই বনধ ডাকা হয়েছে ।"