পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাক বিভাগে মোদির পোস্টার ! - election

নরেন্দ্র মোদির প্রচার মূলক পোস্টার ডাকঘরে ঝুলতে থাকায় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সরব হয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

নরেন্দ্র মোদির প্রচার মূলক পোস্টার

By

Published : Mar 23, 2019, 7:44 PM IST

Updated : Mar 23, 2019, 8:02 PM IST

পুরুলিয়া, 23 মার্চ : নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল জেলা মুখ্য ডাক বিভাগের বিরুদ্ধে। নরেন্দ্র মোদির প্রচার মূলক পোস্টার ডাকঘরে ঝুলতে থাকায় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সরব হয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানায় জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এর জেরে বিতর্কের মুখে পড়েছে পুরুলিয়া জেলা ডাক বিভাগ। অন্যদিকে, জেলা মুখ্য ডাক বিভাগের সুপার গৌতম ঘোষ শীঘ্রই পোস্টার নামিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি তথা জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়ের অভিযোগ, জেলা ডাক বিভাগের বিল্ডিংয়ে এখনও সরকারি বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি লাগানো ব্যানার রয়েছে। যা সম্পূর্ণ বেআইনি। সম্পূর্ণভাবে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা নির্বাচন আধিকারিকদের কাছে ডাক বিভাগের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে।"

অন্যদিকে, বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও বিষয়টির দিকে নজর দিয়ে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য ডাক বিভাগের সুপার গৌতম ঘোষ।

Last Updated : Mar 23, 2019, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details