পুরুলিয়া, 11 মে : অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটোয় কুরুচিকর মন্তব্য করেছিলেন ৷ যার জেরে দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া কমিটির সদস্যরা (Vulgar remarks on Mamata Banerjee photo) ।
পুরুলিয়া শহর দক্ষিণ মণ্ডল যুব মোর্চার সভাপতি সুশান্ত বাউরি এবং সুরজ সীতারাম বাসোটিয়ার বিরুদ্ধে সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন শাসকদলের কর্মীরা ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার রাজনৈতিক মহলে ।