পুরুলিয়া, 30 মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত পুরুলিয়াবাসী (CM Purulia visit)। একুশের বিধানসভা নির্বাচনের পর প্রথমবার দু'দিনের পুরুলিয়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর মাত্র কিছু সময়ের অপেক্ষা । সোমবার ও মঙ্গলবার দু'দিন পুরুলিয়ায় প্রশাসনিক মিটিং ও কর্মিসভায় উপস্থিত থাকবেন তিনি । 30 মে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হবে পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে ।
অন্যদিকে, 31 মে পুরুলিয়া শহরের অদূরে শিমুলিয়ার ব্যাটারি গ্রাউন্ড ময়দানে কর্মিসভা অনুষ্ঠিত হবে । আর মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে পুলিশ, প্রশাসনিক মহলে এবং তৃণমূলের অন্দরে ব্যস্ততা এখন তুঙ্গে রয়েছে । সোমবার বিকেলে প্রশাসনিক সভা থেকে জেলায় চলমান প্রকল্প-সহ নানান বিষয় খতিয়ে দেখবেন তিনি । একইসঙ্গে নতুন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী ।