পুরুলিয়া, 20 ফেব্রুয়ারি: হস্টেলে দিয়ে যাওয়ার একদিন পর থেকেই নিখোঁজ সপ্তম শ্রেণির পড়ুয়া (Student Missing)৷ রবিবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে (Purulia News)৷ পুরুলিয়া শহরের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রাবাস থেকে নিখোঁজ হওয়া ওই আবাসিক পড়ুয়ার নাম জয়ন্ত গোপ ৷ বয়স 13 বছর ৷ পুরুলিয়া জেলার নেতুড়িয়া থানা এলাকার মালঞ্চ গ্রামের বাসিন্দা ।
ছেলে নিখোঁজ হওয়ার প্রসঙ্গে বাবা হরিপদ গোপ বলেন, "আমি শুক্রবার ছেলেকে এই স্কুলের হস্টেলে দিয়ে গিয়েছি ৷ মাঝে শনিবার দিন শুধু কেটেছে ৷ ওই একটা দিনই ও হস্টেলে থাকল ৷ আর তারপর রবিবার সকালেই স্কুল থেকে আমার কাছে ফোন যায় যে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না । শনিবার রাতেও স্কুলের একজনের ফোন থেকে ছেলের সঙ্গে কথা বলেছি ৷ ওর নিখোঁজ হওয়ার খবর পেতেই স্কুলে এসে জানতে পারি রবিবার সকালে সাড়ে পাঁচটা নাগাদ জয়ন্তকে ঘুম থেকে তোলা হয়েছে অন্যান্য দিনের মতোই ৷ কিন্তু তারপর থেকে আর নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ কিন্তু স্কুলে নিরাপত্তারক্ষী আছে, সিসিটিভি ক্যামেরা বসানো আছে, এত বড় বাউন্ডারি আছে, তাও আমার ছেলেটি এত নিরাপত্তা বলয় ভেদ করে কোথায় চলে গেল আমি বুঝতে পারছি না । স্কুল কর্তৃপক্ষকে বলেছি আমার ছেলেটিকে ফিরিয়ে দিন ।"