ঝালদা, 5 এপ্রিল : ঝালদায় কংগ্রেসের কালা দিবস পালনকে কেন্দ্র করে ধুন্ধুমার ৷ কংগ্রেসের মিছিলে বাধা দেওয়ায় পুলিশ ও কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয় (Clash Between Police and Congress Leaders in Jhalda) ৷ যে ঘটনায় নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুকে পুলিশ হেনস্থা করে বলে অভিযোগ উঠেছে ৷ আর তার জেরে আগামিকাল ঝালদায় 12 ঘণ্টার বনধের ডাক দিয়েছে কংগ্রেস (12 Hours Jhalda Strike on 6th April Called by Congress) ৷
এ দিন ঝালদা পৌরসভায় বোর্ড গঠনের কর্মসূচি রয়েছে ৷ সেই দিনেই ঝালদা পৌর এলাকায় কালা দিবসের ডাক দেয় কংগ্রেস ৷ যে কর্মসূচিতে এ দিন মিছিল করছিল কংগ্রেস ৷ অভিযোগ কংগ্রেসের সেই মিছিল আটকায় পুলিশ ৷ আর মিছিল আটকানোর জেরে কংগ্রেস নেতা ও কর্মীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয় ৷ যার পর কংগ্রেস কর্মীরা জোর করে এগোতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয় ৷ এই মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রীর পূর্ণিমা কান্দু এবং কংগ্রেস নেতা নেপাল মাহাতো ৷
অভিযোগ পুলিশ কংগ্রেস নেতৃত্বকে বাধা দেওয়ার পাশাপাশি পূর্ণিমা কান্দুকে হেনস্থা করেছে ৷ আর তারই প্রতিবাদে সরব হয়েছে ঝালদা কংগ্রেস নেতৃত্ব ৷ প্রতিবাদে বুধবার ঝালদায় 12 ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে কংগ্রেস ৷ এ দিনের বোর্ড গঠনের কর্মসূচিতে কংগ্রেসের কাউন্সিলররা অংশ নেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন ৷ তাঁরা শুধু শপথ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসার কথা জানিয়েছিলেন ৷