পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাবালিকার বিয়ে রুখে দিল পুরুলিয়া জেলা পুলিশ

নাবালিকার বিয়ে রুখে দিল পুরুলিয়ার টামনা থানার পুলিশ । চাইল্ড লাইন মারফত পুলিশের কাছে খবর আসে যে টামনা থানা এলাকার ডুরকু গ্রামে একটি 15 বছরের মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে । এরপর ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে ওই গ্রামে যায় পুলিশ ।

purulia
নাবালিকার বিয়ে রূখে দিল পুরুলিয়া জেলা পুলিশ

By

Published : Jun 17, 2021, 2:18 PM IST

পুরুলিয়া, 17 জুন: চাইল্ড লাইন মারফত পুলিশের কাছে খবর আসে যে টামনা থানা এলাকার ডুরকু গ্রামে একটি 15 বছরের মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে । এরপর বুধবার বিকেলে টামনা থানার পুলিশ পুরুলিয়া-1 ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে ওই গ্রামে যায় ৷ শেষমেষ বহু চেষ্টার পর পুলিশ মেয়েটির বাবার কাছ থেকে এই মর্মে মুচলেকা আদায় করে নেয় যে, 18 বছর না হলে তিনি মেয়ের বিয়ে দেবেন না ৷ মেয়েটির বাবা বলেন, "আমাদের অভাবের সংসারে ভাল পাত্র পেয়েছিলাম তাই আর হাতছাড়া করতে চাইনি ।’’

তিনি আরও বলেন, ‘‘যখন দেখলাম পুলিশ ও স্থানীয় প্রশাসন বলছে 18 না হলে বিয়ে দিলে আমার মেয়ের ক্ষতি হতে পারে, তখন ঠিক করলাম আর আমি এই ভুল করব না ৷" চাইল্ড লাইনের পক্ষে মনীষা নন্দী বলেন, "আমাদের কাছে হেল্পলাইন মারফত 1098-এ খবর আসে ৷ তারপরেই আমরা বিষয়টি পুলিশকে জানাই ৷"

আরও পড়ুন: টানা বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ি, আহত 30টি গবাদি পশু

ঘটনার পর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলা হয় । মেয়েটির পড়াশোনার জন্য কোনও প্রয়োজন হলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় । পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও মেয়েটির পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় ।

ABOUT THE AUTHOR

...view details