পুরুলিয়া, 23 ফেব্রুয়ারি: ছৌ নাচে পুরুলিয়া বিশ্বসেরা। এবার পুরুলিয়ার মুকুটে আরও একটি পালকের সংযোজন হল। বৃহস্পতিবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেলেন পুরুলিয়ার বামনিয়া এলাকার বাসিন্দা তথা স্বর্গীয় ওস্তাদ প্রভুদাস কুমারের ছেলে ভুবন কুমার। ওই পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা ৷ সেই সঙ্গে ভুবন কুমারকে তাম্রপত্রও দেওয়া হয় ৷ আজ সকাল 11টায় দিল্লির বিজ্ঞান ভবনে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি (Bhuban Kumar Awarded by Droupadi Murmu)। একইসঙ্গে আজ রাতে ডিনারের অনুষ্ঠানেও যোগ দেন ভুবন কুমার ৷
উল্লেখ্য, ভুবন কুমারের নেতৃত্বে বামনিয়ার সূর্য তরুণ ছৌ নৃত্য সমিতি ইতিপূর্বে দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ-সহ বহু জায়গায় ছৌ নৃত্য পরিবেশনে প্রথম হয়েছে। ছৌ নাচের সমস্ত কাজে সমান পারদর্শী ভুবন কুমার। তাঁর বাবা স্বর্গীয় প্রভুদাস কুমার জেলার নামী ছৌ শিল্পী ছিলেন। ওই দলের সদস্য লক্ষ্মণ কুমার বলেন, "আমরা বাইরে বহু অনুষ্ঠান করতে গিয়েছি তাতে প্রথম স্থান অধিকার করেছি। আর ভুবন কুমারের বাবা নামী শিল্পী হয়েও তো কিছু পেলেন না তবে ওনার পুত্র এই সম্মান পেয়ে আমাদের গর্বিত করেছে।"