পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৌরভোটের আগে পুরুলিয়া জেলা পুলিশে রদবদল - purulia police

আসন্ন পৌরভোটের আগে পুরুলিয়া জেলা পুলিশে কিছু রদবদল করা হল ৷ কয়েকটি থানার OC এবং ASI-কে বদল করা হয়েছে ৷ রুটিন বদলি বলে জানিয়েছে জেলা পুলিশ ৷

Purulia zilla police change
পুরুলিয়া টাউন থানা

By

Published : Feb 21, 2020, 12:41 PM IST

পুরুলিয়া, 21 ফেব্রুয়ারি : পৌরভোটের আগে পুরুলিয়া জেলা পুলিশে রদবদল ৷ জেলার কয়েকটি থানার OC ও ASI-কে বদলি করা হয় গতকাল ৷ তবে এটি রুটিন বদলি বলে জেলা পুলিশ সূত্রে খবর ৷

পুরুলিয়া জেলা পুলিশে রদবদল

দিন ঘোষণা না হলেও 12 এপ্রিল রাজ্যে পৌরভোট হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ সেদিক থেকে পুলিশ ও প্রশাসনের হাতে মাত্র দেড় মাস সময় রয়েছে প্রস্তুতির জন্য ৷ এই অবস্থায় পুরুলিয়া ও ঝালদা পৌরসভার কয়েকটি থানার OC ও ASI বদল করা হল ৷ পুরুলিয়া টাউন থানার OC দীপঙ্কর সরকারের বদলি করা হয় আড়ষা থানায় ৷ আড়ষা থানার OC দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়কে স্থানান্তর করা হয় পুরুলিয়া টাউন থানায় ৷ ঝালদা থানার OC বাসুদেব আচার্যকে বড়াবাজার থানায় বদলি করা হয় ৷ বড়াবাজারের OC হেমন্ত কুমার সাহাকে ঝালদায় বদলি করা হয় ৷ ঝালদা থানার ASI অঞ্জন কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার ক্রাইম থানায় এবং মানবাজার থানার ASI সৌম্যদ্বীপ মালিককে ঝালদা থানার ASI হিসেবে বদলি করা হয় ৷ তবে এটি রুটিন বদলি বলে জানিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ ৷

রুটিন বদলির অর্ডার কপি

ABOUT THE AUTHOR

...view details