চন্দ্রকোনা,31 মে : চিকিৎসকের অভাবে দীর্ঘ সাড়ে তিন বছর বন্ধ ছিল সিজার পরিষেবা (Cesarean surgery Open)। ফের পরিষেবা চালু হল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ৷ সাড়ে তিনবছর পর সোমবার সন্ধ্যায় হাসপাতালের অপারেশন থিয়েটারের দরজা খুলল, আর প্রথমদিনই এক সিজারের মাধ্যমে সন্তান প্রসব করলেন এক তরুণী (Cesarean surgery open after long years at Chandrakona rural hospital)। ঘটনায় খুশি দূরদূরান্ত থেকে চিকিৎসার কারণে আসা রোগীর পরিজনেরা । খুশি হাসপাতালের চিকিৎসক থেকে নার্সরাও ।
গড়বেতা থানার ফতেগঞ্জ গ্রামের প্রসূতি রঙ্কিতা পান সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে আসেন । হাসপাতালে সিজার দীর্ঘদিন ধরেই বন্ধ সেটা তাঁর পরিবারের লোকজন জানতেন । তাঁরা ভেবেছিলেন এই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর হয়তো মেদিনীপুর বা ঘাটাল হাসপাতালে তাঁদের পাঠিয়ে দেওয়া হবে । কারণ, সাড়ে তিন বছর সিজার পরিষেবা বন্ধ থাকায় হাসপাতালে আসা প্রসূতি মহিলাদের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল থেকে এতোটা পথ পেরিয়ে এতদিন মেদিনীপুর বা ঘাটালে স্থানান্তরিত হতে হত । চিকিৎসকের ঘাটতি মিটিয়ে কয়েকবছর পর হাসপাতালে পুনরায় সিজার পরিষেবা চালু হওয়ায় চোখে-মুখে স্বস্তির ছাপ রোগীর পরিজন থেকে চিকিৎসকদের ।