পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PM Awas YoJana: কেন্দ্রীয় প্রতিনিধি দল পুরুলিয়ায়, খতিয়ে দেখছেন আবাস যোজনা ও 100 দিনের কাজ - 100 দিনের কাজ

আবাস যোজনা নিয়ে রাজ্যে বিভিন্ন জায়গায় ক্ষোভ সৃষ্টি হয়েছে (PM Awas Yojana) ৷ পঞ্চায়েত অফিসেও বিক্ষোভ হয়েছে কোনও কোনও এলাকায় ৷ এবার রাজ্যের আবাস যোজনার পরিস্থিতি খতিয়ে দেখতে পুরুলিয়ায় উপস্থিত কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ আবাস যোজনার পাশাপাশি 100 দিনের কাজও খতিয়ে দেখবেন তাঁরা ৷

PM Awas YoJana
কেন্দ্রীয় প্রতিনিধি দল পুরুলিয়ায়

By

Published : Jan 28, 2023, 9:10 AM IST

পুরুলিয়া, 28 জানুয়ারি: আবাস যোজনা ও 100 দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প খতিয়ে দেখতে পুরুলিয়ায় এসেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই সদস্য (Central Team Investigative of PM Awas Yojana Scheme in Purulia)। ইতিমধ্যেই সাতুরি ব্লক এলাকায় পরিদর্শন করেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ শুক্রবার জয়পুর ব্লকের বড়গ্রাম পঞ্চায়েতে যান প্রতিনিদ দলের সদস্যরা ৷

চলতি মাসের 23 তারিখ পুরুলিয়ায় এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ সেদিনই প্রাশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় দলের সদস্যরা ৷ বৈঠকের পরই সাতুরি ও জয়পুর ব্লকের বড়গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন ৷ খতিয়ে দেখেন কাজ-কর্ম ৷ তার মধ্যে একজন কেন্দ্রীয় প্রতিনিধি ওই পঞ্চায়েত এলাকার পেনশন প্রাপকদের সঙ্গে কথা বলেন ৷ অন্য প্রতিনিধি 2021-22 সালে বাড়ি পেয়েছেন এমন পাঁচটি পরিবারের সঙ্গে কথা বলেন । ঠিক সময় টাকা পাওয়া গিয়েছে কিনা সেটাও জানতে চান তাঁরা।

আরও পড়ুন: আবাস যোজনার তদন্তে কেন্দ্রীয় দলের সঙ্গে সংঘাত নয় সমন্বয়ে জোর রাজ্যের

হিমানি মাহাতো নামে এক বাড়ি প্রাপকের স্বামী কর্ণ মাহাত বলেন, "এখনও পর্যন্ত বাড়ি তৈরির জন্য একজন শ্রমিকের মজুরি বাবদ যে অর্থ পাওয়া যায় তা পাইনি ।" ওই গ্রামের বাসিন্দা নিমাই মাহাত নামে এক উপভোক্তার বাড়ি দেখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য চন্দন সিং-এর নজরে আসে বাড়িতে থাকা মোটর বাইক । সেটি কার জানতে চান তিনি । সেটির ছবি তোলেন । বাড়ি গুলিতে শৌচালয় গড়ে তোলা হয়েছে কি না তাও দেখেন তিনি । এরপর দুই সদস্য ওই গ্রামেই একটি পুকুর খনন এর কাজ ও বৃক্ষ রোপনের কাজও সরেজমিনে খতিয়ে দেখতে যান । কথা বলেন ওই প্রকল্পে কাজ করা শ্রমিকদের সঙ্গে । এরপর তাঁরা ওই সেলানী গ্রামের স্বনির্ভর দলের মহিলাদের সঙ্গে কথা বলেন । দলের প্রধান কাজ কি কি সেগুলি জানতে চান ওই গ্রামের বাসিন্দা হিমানী মাহাতো ও রেখা মাহালি দের কাছে । যদিও পরিদর্শন বা কাজের মান নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেননি কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা । শনিবার পর্যন্ত তাঁরা পুরুলিয়ার বিভিন্ন পঞ্চায়েত এলাকা পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details