ঝালদা, 21 মে : ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিটের তদন্তকারী অফিসার অরুণাভ দাসকে ফের জিজ্ঞাসাবাদ করল সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ঘণ্টাখানেক ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকল সিবিআই । এর আগে 30 এপ্রিল তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল (CBI interrogate the investigating officer of SIT) ।
গত 13 মার্চ পুরুলিয়ার ঝালদা শহরের অদূরে গোকুলনগরে গ্রাম সংলগ্ন এলাকায় খুন হন তপন কান্দু (Jhalda Congress Councilor Murder Case) ৷ তিনি সাম্প্রতিক ঝালদা পৌরসভার ভোটে (Jhalda Municipality Election 2022) জিতে কাউন্সিলর হয়েছিলেন ৷ তাঁর খুনের খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে রাজ্য রাজনীতিতে ৷