ঝালদা, 13 এপ্রিল :যে ধাবায় বসে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন ছক কষা হয়েছিল সেই হোটেলের মালিককে গ্রেফতার করল সিবিআই ৷ সত্যবান প্রামাণিক নামে ওই হোটেল মালিককে গতকাল থেকে জিজ্ঞাসাবাদ করছিল সিবিআই ৷ এরপর আজ তাঁকে গ্রেফতার করা হয় (Jhalda Councillor Murder Case)। আজই ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ।
সত্যবান একটি স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী ছিলেন ৷ তাঁর স্ত্রী বিমলা 2013 সালে কংগ্রেসের টিকিটে জিতে পঞ্চায়েত সমিতির সদস্য হন ৷ পরে তিনি তৃণমূলে যোগ দেন ৷ সিটের দাবি, সত্যবানের হোটেলে বসেই তপন কান্দু খুনের ছক কষা হয়েছিল ৷ সেগুলিই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছিল সিবিআই ৷ অবশেষে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য বেস ক্যাম্পে সত্যবান সহ বেশ কয়েকজনকে ডাকে সিবিআই ৷ ছিলেন ঝালদার এসডিপিও সুব্রত দেবও ৷