পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jhalda Councillor Murder Case : ধাবায় বসে হত্যার ছক ! তপন কান্দু খুনে প্রথম গ্রেফতার সিবিআইয়ের - cbi arrest stayaban pramanik conspiracy of Tapan Kandu murder at Jhalda

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলাতে ধাবা মালিক সত্যবান প্রামাণিককে আজ গ্রেফতার করল সিবিআই (Jhalda Councillor Murder Case)। আজই তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

Jhalda Councillor Murder Case
তপন কান্দু খুনে সত্যবান প্রামাণিককে গ্রেফতার করল সিবিআই

By

Published : Apr 13, 2022, 1:50 PM IST

ঝালদা, 13 এপ্রিল :যে ধাবায় বসে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন ছক কষা হয়েছিল সেই হোটেলের মালিককে গ্রেফতার করল সিবিআই ৷ সত্যবান প্রামাণিক নামে ওই হোটেল মালিককে গতকাল থেকে জিজ্ঞাসাবাদ করছিল সিবিআই ৷ এরপর আজ তাঁকে গ্রেফতার করা হয় (Jhalda Councillor Murder Case)। আজই ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ।

সত্যবান একটি স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী ছিলেন ৷ তাঁর স্ত্রী বিমলা 2013 সালে কংগ্রেসের টিকিটে জিতে পঞ্চায়েত সমিতির সদস্য হন ৷ পরে তিনি তৃণমূলে যোগ দেন ৷ সিটের দাবি, সত্যবানের হোটেলে বসেই তপন কান্দু খুনের ছক কষা হয়েছিল ৷ সেগুলিই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছিল সিবিআই ৷ অবশেষে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য বেস ক্যাম্পে সত্যবান সহ বেশ কয়েকজনকে ডাকে সিবিআই ৷ ছিলেন ঝালদার এসডিপিও সুব্রত দেবও ৷

সত্যবান প্রামাণিকের আদি বাড়ি ঝালদার ঝাড়খণ্ড সীমানা লাগোয়া হেঁসাহাতু গ্রামে ৷ বর্তমানে ঝালদা শহরের হাটতলার বাসিন্দা তিনি ৷ সেখানে একটি ধাবাও রয়েছে তাঁর ৷ তার কাছেই নরেন কান্দুর একটা হোটেলও রয়েছে ৷ সত্যবান নরেনের ছায়াসঙ্গী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন ৷ তদন্তভার যখন সিটের হাতে ছিল তখন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল সত্যবানকে ৷ পরে শরীর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷ সেই থেকে তিনি হেঁসাহাতু গ্রামে ছিলেন ৷ মঙ্গলবার সেখান থেকে তাঁকে গাড়িতে করে বেস ক্যাম্পে নিয়ে আসে সিবিআই ৷

আরও পড়ুন :নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশে খুশি পরিবার

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details