পুরুলিয়া, 5 জানুয়ারি: সম্প্রতি পুরুলিয়া জেলায় বৃদ্ধি পেয়েছে নাবালিকা নিখোঁজের ঘটনা (Cases of Missing Minors Girl are Increasing in Purulia) ৷ পরিসংখ্যান লক্ষ করলে দেখা যাবে, বিগত দিনে গড়ে দৈনিক একটি করে নাবালিকা নিখোঁজের ঘটনা ঘটেছে জেলায় ৷ কোনওদিন আবার একাধিক অভিযোগ দায়ের হয়েছে নাবালিকা অপহরণের । পুরুলিয়া জেলায় যে নাবালিকা নিখোঁজ ও অপহরণের মামলা রুজু করা হয়েছে তাতে দেখা যাচ্ছে তাদের প্রত্যেকেরই বয়স 14 থেকে সাড়ে 17 বছরের মধ্যে। প্রায় প্রতিক্ষেত্রেই স্কুল পড়ুয়া মেয়ে বিদ্যালয় বা প্রাইভেট টিউশনি পড়তে গিয়ে আর খোঁজ পাওয়া যায়নি তাদের । তবে দু-একটি ক্ষেত্রে বান্ধবীর বাড়িতে যাওয়ার নাম করে নিখোঁজ হয়েছে এমন উদাহরণও রয়েছে।
এই বিষয়ে এক পুলিশ আধিকারিক নিজের অভিজ্ঞতা দিয়ে বলেন, "প্রায় সব ক'টি ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি প্রেম ভালোবাসার ঘটনা ৷ বিয়ে করবে বলে বাড়িতে না জানিয়ে পালিয়ে যাচ্ছে ।" পুরুলিয়া জেলা পুলিশ অবশ্য প্রতিক্ষেত্রেই নাবালিকা নিখোঁজের ঘটনাগুলিতে দ্রুত তাদের উদ্ধার করেছে । এই বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "আমরা সব ঘটনার ক্ষেত্রেই দ্রুত তাদের অবস্থান জানার পর উদ্ধার করেছি এবং যে ক্ষেত্রে যেমন আইন আছে সেই অনুযায়ী তাদের আদালতে হাজির করছি ।"
আরও পড়ুন :নাবালিকা পর্যটককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার লজের কর্মী