কলকাতা, 29 জানুয়ারি :তিন সপ্তাহের মধ্যে পুরুলিয়া জেলার মঙ্গল দা মৌতোড় গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন শুক্রবার।
মামলার বয়ান অনুযায়ী, 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলার রঘুনাথপুরের মঙ্গলদা মৌতোড় গ্রাম পঞ্চায়েতের মোট 12 টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 9 টি ,তৃণমূল কংগ্রেস 2টি এবং সিপিএম একটি আসন পেয়েছিল। পরে বিজেপির একজন নির্বাচিত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলে তাদের সদস্য সংখ্যা হয় তিনজন। এঁদেরকেই প্রধান, উপপ্রধান নির্বাচিত করে পঞ্চায়েতের কাজ চালিয়ে যাচ্ছিল তৃণমূল কংগ্রেস। এর বিরুদ্ধে বিজেপির তরফে কলকাতা হাই কোর্টে মামলা করা হয়। এই ব্যাপারে হাইকোর্ট পুরুলিয়া জেলাশাসকের রিপোর্ট তলব করলেও জেলাশাসক কোনও রিপোর্ট দেননি৷