কলকাতা, 12 এপ্রিল : তপন কান্দু খুনের অন্যতম প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি রাজশেখর মান্থা কংগ্রেস কাউন্সিলর হত্যাকাণ্ড এবং নিরঞ্জন বৈষ্ণবের রহস্য মৃত্যুর ঘটনা পারস্পরিক সম্পর্কযুক্ত হওয়ায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন । উল্লেখ্য, এর আগেই তপন কান্দু খুনের ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়েছিলেন বিচারপতি (Cal HC orders CBI probe into Niranjan Baishnav unnatural death) ।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন নিরঞ্জন বৈষ্ণব । গত 4 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন । সিবিআই তদন্তভার নেওয়ার একদিন পরেই নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ঘটনার অন্যতম সাক্ষী তথা তপন কান্দুর বন্ধুকে ৷