পুরুলিয়া, 26 জুন : আজ অর্থাৎ রবিবার ঝালদা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন । সকাল থেকেই চোখে পড়েছে ভোটারদের লম্বা লাইন। এখনও পর্যন্ত নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ । এই ওয়ার্ডেই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হয়েছিলেন (Congress Councilor Tapan Kandu)। তারপর এই 2 নম্বর ওয়ার্ডে উপ নির্বাচনের দিন ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন (Jhalda Municipality Bye-Election)।
এই উপ নির্বাচনকে ঘিরে চূড়ান্ত তৎপর জেলা পুলিশ ও প্রশাসন । নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ঝালদায় মোতায়েন রয়েছে 3 জন ডিএসপি পদমর্যাদার আফিসার, 5 জন ইন্সপেক্টর এবং 1 হাজার 400 জন পুলিশকর্মী । ঝালদা উচ্চ বিদ্যালয়ে দুটি ভোটগ্রহণ কেন্দ্রে রয়েছে 1 জন করে সাব ইন্সপেক্টর, 4 জন বন্দুকধারী ও 4 জন লাঠিধারী পুলিশ ।
আরও পড়ুন :Jhalda Councillor Murder Case : ঝালদায় তপন কান্দু খুনের পিছনে পরিবারিক বিবাদ, প্রথম চার্জশিটে বলল সিবিআই
বর্তমানে 12 আসন বিশিষ্ট ঝালদা পৌরসভা দখলে রয়েছে তৃণমূলের । গত পৌর নির্বাচনে ঝালদা পৌরসভায় তৃণমূল পেয়েছিল 5টি ওয়ার্ড, কংগ্রেস পেয়েছিল 5টি এবং 2টি ওয়ার্ড দখল করেছিল নির্দল প্রার্থীরা । পরে এক নির্দল প্রার্থী তৃণমূলে যোগদান করলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঝালদা পৌরবোর্ড গড়ে শাসক দল । অন্যদিকে 2 নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস কাউন্সিলর গুলিকাণ্ডে খুন হন ।
প্রসঙ্গত, ভোটের দায়িত্বে নেই ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ । অসুস্থতাজনিত কারণে তিনি ছুটিতে রয়েছেন বলে জানা গিয়েছে । তপন কান্দু খুনের ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন আইসি সঞ্জীব ঘোষ । একাধিক ভাইরাল অডিয়োতে শোনা গিয়েছিল তপন কান্দুর ভাইপো মিঠুনের সঙ্গে তাঁকে কথা বলতে । (যদিও ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) ৷ এমনকী আইসি-র দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দুও ।