পুরুলিয়া, 30 অগস্ট: দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে 6টি বছর (Six Years Passed) ৷ সময়ের ধারায় কংসাবতী নদী দিয়ে বয়ে গিয়েছে কত জল ৷ কিন্তু আজও শেষ হল না কংসাবতী নদীর কাঁটাবেড়া ঘাটের কাছে বামুনডিহার সঙ্গে সংযোগকারী সেতু নির্মাণের কাজ (Bridge not completed over Kansabati River) ৷ তাই নদীর অপর পারে অবস্থিত বামুনডিহা, জুরাডি, তুম্বা ঝালদা, আরশা, রাঙ্গামাটি, সিরকাবাদ প্রভৃতি গ্রামের বাসিন্দাদের দুঃখ দুর্দশাও আর ঘুচল না ।
কংসাবতী নদীর উপর যে সেতু নির্মাণের কথা ছিল, তার কাজ শুরু হওয়ার পর হঠাৎই তা বন্ধ হয়ে গিয়েছে । যে ঠিকাদার কাজ শুরু করেছিলেন তিনিও তল্পি-তল্পা গুটিয়ে পালিয়ে গিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর । নদীর উপর সেতু নির্মাণের জন্য থাম তৈরির পরেই আর কাজ এগোয়নি।
বামুনডিহা গ্রামের বাসিন্দা দেবীলাল মাহাত বলেন, "2016 সালে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগে 28 ফেব্রুয়ারি এই সেতুটির শিলান্যাস করেন তৎকালীন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাত । প্রথম এক বছর খুব দ্রুত গতিতে কাজ হয় । তাতে নদীগর্ভের কাজ সম্পূর্ণ হয় এবং নদীর উপর তিনটি পিলারও দাড়িয়ে যায় ৷ কিন্তু এক বছর পর কোনও অজ্ঞাত কারণে কাজ বন্ধ হয়ে যায় ।"