পুরুলিয়া, ২১ মার্চ : হীরক রাজার দেশে গান-বাজনায় বারবার অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে তারা । অন্যায়, ষড়যন্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠেছে তাদের গান । গানে উঠে এসেছে অসহায় কৃষকের কথা । সময়ের প্রয়োজনে বোধহয় আবার ফিরে এল তারা । তবে অন্য বেশে, অন্য স্থানে । রাজ্যে ভয়াল রূপ নিচ্ছে কোরোনা । একের পর এক সংক্রমণের খবর মিলেছে । এই পরিস্থিতিতে মানুষজনকে সচেতন করতে গুপী-বাঘার বেশে পথে নেমেছে পুরুলিয়ার দুই খুদে । লক্ষ্য একটাই গান গেয়ে মানুষকে সচেতন করা ।
সাত সকালে শহর পুরুলিয়া চিত্রটা আরও একবার সত্যজিৎ রায়ের অমর সৃষ্টিকে তাজা করল । দুই খুদের মধ্য দিয়ে সিনেমার সেই চরিত্র দুটি নেমে এল পুরুলিয়ার অলিগতিতে । কোরোনা সচেতনতায় নতুন গান বেঁধেছে তারা । ঢোলের তালে তালে নাচ ও গান নিয়ে দরজায় দরজায় হাজির হয়েছে । গান ও ঢোলের আওয়াজ শুনেই বাড়ি থেকে বেরিয়ে আসছেন লোকজন । শুনছেন কোরোনা সচেতনতার গান । খুদে বাঘা (কুলদ্বীপ সূত্রধর) বলে, "আমরা সকলকেই কোরোনা নিয়ে সচেতন করছি । আজ থেকেই চালানো হচ্ছে এই প্রচার । সবাইকে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য গানের মাধ্যমে সচেতন করছি । আশা করি আমাদের এই প্রচার সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলছে ।"