পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Idol Immersion: বিসর্জন দেখতে গিয়ে তলিয়ে গেল যুবক - Boy drowned in Purulia

পুরুলিয়ার বরাবাজার নামোপাড়া এলাকায় নদীতে পড়ে তলিয়ে গেল এক যুবক। বছর বাইশের ওই যুবকের নাম শামু বাউরি (Boy drowned in Purulia) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 6, 2022, 7:15 AM IST

পুরুলিয়া, 6 অক্টোবর:বিজয়া দশমীর সকালে বরাবাজার এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বরাবাজার নামোপাড়া এলাকায় নদীতে পড়ে তলিয়ে গেল এক যুবক Boy drowned in Purulia) । নদীতে একপাশে ঘট বিসর্জন দেখতে ভীড় জমায় প্রচুর মানুষ। সেই সময় বাঁধ ধরে হেঁটে নদীর এক পার থেকে অন্য দিকে যেতে গিয়ে নদীতে পড়ে যায় ওই যুবক। বিসর্জন দেখতে আসা স্থানীয় যুবক এবং বরাবাজার পুলিশ প্রশাসন তড়িঘড়ি নদীর জলে ঝাঁপ দেয় ওই যুবককে খোঁজার জন্য। কিন্তু তাতেও শেষরক্ষা হল না ।

স্থানীয় সূত্রের খবর ঐ যুবকের নাম শামু বাউরি বয়স ২২ বছর । বাড়ি পুরুলিয়া জেলার বরাবাজার এলাকায়। কুইক রেসপন্স টিম ও সিভিল ডিফেন্সের সদস্যরা যুবকের খোঁজ চালাচ্ছেন ।

আরও পড়ুন:প্রতিমা বিসর্জনে গিয়ে মাল নদীতে হড়পা বানে তলিয়ে গিয়ে মৃত 7

এদিকে বিসর্জন ঘিরে আরও এক মর্মান্তিক ঘটনার স্বাক্ষী থেকেছে জলপাইগুড়ি । মাল নদীতে বিসর্জনে গিয়ে হড়পা বানে তলিয়ে মৃত্যু হল 7 জনের ৷ 40 জন নদী মধ্যবর্তী একটি দ্বীপে আটকে পড়েন ৷ উদ্ধারের কাজ চালান পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা ৷ ঘটনায় ইতিমধ্যেই শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অনেকে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details