বাঘমুন্ডি, 7 জুলাই: বাঘমুন্ডি থানার সুইসা ফাঁড়ির তুন্তুরী সুইসা অঞ্চলের ঝাড়খণ্ড লাগোয়া শালডাবরা গ্রামের বাঁশটার টোলা সংলগ্ন সুবর্ণরেখার তীরে কবর দেওয়া অবস্থায় উদ্ধার হল এক যুবকের মৃতদেহ (Purulia Body Recovered) । মৃত ব্যক্তির নাম পরীক্ষিত সিং মুড়া (29) ৷ বৃহস্পতিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল সুইসা এলাকা জুড়ে ।
সূত্র মারফত জানা গিয়েছে, ওই এলাকাতে হাতি ঠেকানোর জন্য ইলেকট্রিক শক দেওয়ার তার রয়েছে । সেটি দেখতে ওইখানে গিয়েছিলেন বন বিভাগের এক কর্মী । সে প্রথমে ওই স্থানে রক্ত পড়ে থাকতে দেখে । সামনেই মাটির কবরও দেখতে পান । সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে সিভিক ভলান্টিয়ারকে খবর দেয় । এরপর সিভিক মারফৎ সুইসা ফাঁড়িতে খবর যায় । খবর পেয়ে সেখানে চলে আসেন স্থানীয় বাসিন্দারা ।
আরও পড়ুন :Woman died by Suicide: পাশের ঘরে আত্মঘাতী মা, টেরই পেলেন না মোবাইলে-মগ্ন মেয়ে
খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় সুইসা ফাঁড়ির পুলিশ । মৃতদেহটি দেখতে ভিড় জমান প্রচুর মানুষ । দীর্ঘক্ষণ পর মাটি খুঁড়ে রক্তাত্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । মাটি খুঁড়ে মৃতদেহ তোলার সময় সেখানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল অপারেশন চিন্ময় মিত্তল, ঝালদা মহকুমা পুলিশ শাসক সুব্রত দেব, বাঘমুন্ডি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ ও বাঘমুন্ডি থানার এবং সুইসা ফাঁড়ির পুলিশকর্মীরা ।
স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি শনাক্ত করেন । জানা যায়, মৃত ব্যক্তির নাম পরীক্ষিত সিং মুড়া ৷ বাড়ি তুন্তুরী সুইসা অঞ্চলের গাগী গ্রামে । তবে কীভাবে তাঁর মৃত্যু হল জানা যায়নি । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ৷