পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বধূর ঝুলন্ত দেহ উদ্ধার পুরুলিয়ায়, চাঞ্চল্য - ঝুলন্ত দেহ উদ্ধার

উদ্ধার হল এক মহিলার ঝুলন্ত দেহ ৷ চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার পুরোনো পুলিশ লাইন এলাকায় ।

Woman's hanging body found
বধূর ঝুলন্ত দেহ উদ্ধার

By

Published : May 31, 2020, 1:58 PM IST

পুরুলিয়া, 31 মে : সাতসকালেই একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল গৃহবধূর ঝুলন্ত দেহ । মৃতের নাম জ্যোৎস্না গডা়ই। পুরুলিয়ারপুরোনো পুলিশ লাইন এলাকার ঘটনা ।

আজ সকালে পুরুলিয়া শহরের পুরোনো পুলিশ লাইন এলাকা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । জানা গিয়েছে, ওই গৃহবধূর বাড়ি পুরুলিয়া শহরের নীলকুঠিডাঙা এলাকার মনসা মন্দির পাড়ায় ।

প্রতিদিনের মতোই শনিবার রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমোতে যায় জ্যোৎস্না গডা়ই। তারপর আজ সকাল থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি । পরে পুরোনো পুলিশ লাইন এলাকার এক পরিত্যক্ত জায়গায় গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ওই বধূর ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসীরা । তাঁরাই খবর দেন পুলিশে ।

পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details