পুরুলিয়া, 24 জানুয়ারি :বেলগুমা পুলিশ লাইনে ভেতরে কোয়ার্টার থেকে উদ্ধার বাবা-ছেলের রক্তাক্ত মৃতদেহ ৷ বাবা আত্মসমর্পণকারী মাওবাদী কোটায় চাকরি পাওয়া স্পেশাল হোমগার্ড ৷ আজ সকালে পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের স্পেশাল হোমগার্ডের 8 নম্বর কোয়ার্টার থেকে দু'টি রক্তাক্ত দেহ উদ্ধার হয় (bloody body of former Maoist with his son found from quarters)।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই স্পেশাল হোমগার্ডের নাম হেমন্ত হেমব্রম ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পুলিশ লাইনের ভেতরে আপাতত সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।